Kolkata Corporation: কলকাতা পুরসভায় বিরাট রদবদল, ভোটের আগে নতুন মুখ! নতুন কমিশনার ধবল জৈন, বাকি দায়িত্বে কারা?
- Published by:Rachana Majumder
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। তার আগেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছিল যে সমস্ত আধিকারিক যারা তিন বছরের বেশি সময় একই পদে আছেন, তাঁদের সরিয়ে দিতে হবে।
কলকাতা: কলকাতা পুরসভার নতুন কমিশনার ধবল জৈন। শুক্রবার, প্রাক্তন পুর কমিশনার বিনোদ কুমারের থেকে তিনি দায়িত্বভার হাতে নিয়েছেন। বিনোদ কুমার রাজ্যের সংখ্যালঘু দফতর এবং কারা দফতরের প্রধান সচিবের দায়িত্ব পেয়েছেন। নতুন বিশেষ কমিশনার পদে আসছেন প্রবালকুমার মাইতি। সচিব হচ্ছেন স্বপন কুমার কুন্ডু।
আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। তার আগেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছিল যে সমস্ত আধিকারিক যারা তিন বছরের বেশি সময় একই পদে আছেন, তাঁদের সরিয়ে দিতে হবে। কলকাতা পুর কমিশনার বিনোদ কুমার, বিশেষ কমিশনার সোমনাথ দে ও সচিব হরিহর প্রসাদ মন্ডলএর এই নির্দেশিকা অনুসারে মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
advertisement
কলকাতা পুরসভার সব থেকে বেশি সময় এক পদে রয়েছেন পুরসচিব হরিহরপ্রসাদ মণ্ডল। প্রায় ২০১৩ থেকে একটানা ১০ বছরের বেশি সময় একই পদে ছিলেন সচিব হরিহরপ্রসাদ মণ্ডল। তিন বছরের বেশি সময় কলকাতা পুরসভায় কাটালেন বিনোদ কুমার ও সোমনাথ দে-ও। এবার নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারেই তাঁদের পুরপদ থেকে সরিয়ে দেওয়া হল।
advertisement
প্রবাল কুমার মাইতি হবেন নতুন বিশেষ পুর কমিশনার। তিনি এত দিন উদ্বাস্তু পুনর্বাসন দফতরের অতিরিক্ত ডিরেক্টর পদ সামলেছেন। হুগলির চন্দননগর পুরসভার কমিশনার স্বপনকুমার কুন্ডু হচ্ছেন কলকাতা পুরসভার নতুন সচিব। কলকাতা পুরসভার এতদিন বিশেষ কমিশনার পদ সামলেছেন সোমনাথ দে। তাঁকে নিয়ে যাওয়া হল হিডকো-র যুগ্ম ডিরেক্টর পদে। ঠিকা সংক্রান্ত বিষয়ের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন ।কলকাতা পুরসভার সচিব হরিহর প্রসাদ মণ্ডলকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিশেষ সচিব করা হয়েছে।
advertisement
কলকাতা পুরসভার কমিশনার শুক্রবার বিনোদকুমার ধবল জৈনকে দায়িত্ব বুঝিয়ে দেন। বিনোদ কুমারকে কেএমডিএ-র সিইও করা হয়েছে। সঙ্গে মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদের দায়িত্ব ও সামলাবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 03, 2024 8:50 AM IST