JU Student Death: যাদবপুরে ছাত্রমৃত্যুর পর উচ্চমাধ্যমিকে চতুর্থ প্রেরণার সাফ দাবি

Last Updated:

JU Student Death:স্বপ্নদ্বীপের অকাল মৃত্যুর পর প্রেরণার মতো নতুন যারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তারা নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে এই মেধাবী পড়ুয়া৷

স্বপ্নদ্বীপের অকাল মৃত্যুর পর প্রেরণার মতো নতুন যারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তারা নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে৷ 
স্বপ্নদ্বীপের অকাল মৃত্যুর পর প্রেরণার মতো নতুন যারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তারা নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে৷ 
কলকাতা: উচ্চমাধ্যমিকে এবারের চতুর্থ স্থান অধিকারী প্রেরণা পাল ভর্তি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও প্রথম বর্ষের পড়ুয়ার হোস্টেলে মৃত্যু নিয়ে মুখ খুললেন মেধাবী এই ছাত্রী৷ কিছুদিন আগে তোলপাড় হওয়া মন্তব্য করেছিলেন, ‘এই দুর্নীতিতে ভরা রাজ্য ঠিক আমার বাংলা নয়৷’
স্পষ্ট কথা বলা প্রেরণা জানিয়েছেন, ‘‘ইউনিভার্সিটির প্রবেশদ্বার সহ গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় সিসিটিভি অত্যন্ত প্রয়োজন। এছাড়া ন্যূনতম পড়ুয়াদের আইডেন্টিটি কার্ড তৈরি করে দিয়ে তাদেরই প্রবেশের অধিকার দেওয়া উচিত।’’
advertisement
সিবিআইয়ের হাতে যখন দুর্নীতিগ্রস্ত নেতা-মন্ত্রী একের পর এক গ্রেফতার হচ্ছে আর ঠিক সেই সময় প্রকাশ পেয়েছিল ২০২৩ উচ্চমাধ্যমিক রেজাল্ট। রাজ্যে চতুর্থ স্থান অধিকারী করেছিল গোবরডাঙার মেয়ে প্রেরণা পাল। রাজ্যের একাধিক বিষয়ে নিয়ে প্রেরণার সংক্ষিপ্ত বক্তব্য ছিল “এই দুর্নীতিতে ভরা রাজ্য ঠিক আমার বাংলা নয়”এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ও রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল।
advertisement
প্রেরণা ইংরেজি সাহিত্য নিয়ে সম্প্রতি ভর্তি হয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে। সেই  আর্টস বিল্ডিংয়েই ছিল মৃত ছাত্রের বাংলা বিভাগের ক্লাস। যাদবপুর ক্যাম্পাস নিয়ে চর্চা এখনো চলছে। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে যে কেউ অবাধ প্রবেশ করতে পারে, নেই সিসিটিভি । কেউ বলছেন নেশার আতুরঘর যাদবপুর ইউনিভার্সিটি ! আর সেখানেই সিনিয়র দাদাদের হাতে র ্যাগিং এর শিকার হয়ে মৃত্যু হয়েছে রানাঘাট থেকে আসা ছাত্রের।
advertisement
যাদবপুরে পড়ুয়ার অকাল মৃত্যুর পর প্রেরণার মতো নতুন যারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তারা নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে এই মেধাবী পড়ুয়া৷
Jiaul Alam
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
JU Student Death: যাদবপুরে ছাত্রমৃত্যুর পর উচ্চমাধ্যমিকে চতুর্থ প্রেরণার সাফ দাবি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement