রক্ষকই যখন ভক্ষক! শিশু-নারী সুরক্ষা আধিকারিক ধর্ষণ করত নিজের বন্ধুর মেয়ের, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Crime against Women: একাধিকবার মৃত বন্ধুর নাবালিকা মেয়েকে ধর্ষণ, প্রেগন্যান্ট হয়ে যেতে সপরিবারে চাপ দিয়ে জোর করে গর্ভপাত
দিল্লি: মহিলাদের ওপর নির্যাতন কিছুভাবেই রদ করা যাবে না৷ ফের এক নক্কারজনক ঘটনা সামনে এল৷ এবারের কাণ্ডটির পটভূমিও দিল্লি৷ হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে৷ এখানে, দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে তাঁর বন্ধুর ১৪ বছরের মেয়েকে কয়েক মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, এ ঘটনায় সেই পদস্থ আধিকারিককে নাকি সহযোগিতা করেছেন তাঁর স্ত্রী! এরকমই অভিযোগ৷ দিল্লি পুলিশে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে এবং বিষয়টির তদন্ত শুরু হয়েছে৷
advertisement
দিল্লি পুলিশ ধর্ষণের মামলার তদন্তের জন্য ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং কঠোর পকসো আইনের অধীনে সিনিয়র অফিসারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। ধর্ষিতা মেয়েটি ২০২০ সালে তার বাবাকে হারান। এরপর অভিযুক্তরা নির্যাতিতাকে নিজেদের বাড়িতে নিয়ে আসে।
advertisement
দিল্লি পুলিশের মতে, ওই অফিসারের বিরুদ্ধে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বেশ কয়েকবার নির্যাতিতাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত সরকারি আধিকারিক নিজের স্ত্রীকে বিষয়টি জানায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের স্ত্রীও তাঁকে এই অপরাধে সহযোগিতা করেছেন। ওই মহিলা নিজের ছেলেকে দিয়ে ওষুধ আনিয়ে ওই নাবালিকাকে তা খাওয়ান এবং তাঁর গর্ভপাত হয়। পরিস্থিতির অবনতি হলে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়৷
advertisement
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল। ম্যাজিস্ট্রেটের সামনে এখনও তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়নি। দিল্লি পুলিশ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত গুরুতর অভিযোগগুলি তদন্ত করে দেখা হচ্ছে।
মামলায়, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে, পুলিশ IPC ধারা ৩৭৬(২), ৫০৬, ৫০৯, ৩২৩, ৩১৩, ১২০বি, ৩৪ আইপিসি-র ধারা এবং POCSO অ্যাক্ট (প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট) এর অধীনে মামলা দায়ের করেছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2023 5:20 PM IST