মায়ের মৃতদেহ প্রায় ৩ বছর ধরে ফ্রিজারে রেখে দিয়েছিল ছেলে ! কীভাবে সামনে এল সত্য
Last Updated:
শহরের বুকে ক্রাইম থ্রিলার প্রকাশ্যে আনল নিউজ18 বাংলা। হঠাৎ করেই একটি ফোন আসে আমাদের সাংবাদিক শঙ্কু সাঁতরার কাছে।
#কলকাতা: শহরের বুকে ক্রাইম থ্রিলার প্রকাশ্যে আনল নিউজ18 বাংলা। হঠাৎ করেই একটি ফোন আসে আমাদের সাংবাদিক শঙ্কু সাঁতরার কাছে। আর তারপরেই ঘটনাস্থলে পৌঁছে যান তিনি। প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।
বুধবার রাত ১২:৪৩ নাগাদ খবর আসে ৷ নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এরপর বেহালা জেমস লং সরণির ওই বাড়িতে যান প্রতিনিধিরা।
শুরুতে কিছুতেই ভাঙতে চাইছিলেন না বৃদ্ধ গোপাল মজুমদার।
advertisement
বারবার জিজ্ঞাসা করা হয় ছেলের কথা- তাতেও অস্বীকার করেন বৃদ্ধ।
ধীরে ধীরে বৃদ্ধের আস্থা অর্জন করে এবার আমরা শোওয়ার ঘরে।
তাহলে স্ত্রী কোথায়? অবশেষে কিছু কথা স্বীকার।
advertisement
কিন্তু ছেলে কোথায়? মৃত বীণা মজুমদারের দেহ কি সত্যিই ফ্রিজারে রাখা? সত্যিটা তখনও জানা যায়নি। তারপরেই ছেলেকে ডাকতে উদ্যোগী গোপাল বাবু।
এরপর পুলিশে খবর দেওয়া হলে চলে আসেন আরও পুলিশকর্মী ও এক অফিসারও- কিন্তু তাঁদেরকেও ঘরে ঢুকতে বাধা দেন শুভব্রত।
শেষ পর্যন্ত অবশ্য তথ্য যে ঠিক ছিল তার প্রমাণ পেল পুলিশও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2018 2:32 PM IST