কলকাতা দক্ষিণে কি এবার জয়ের ব্যবধান আরও বাড়াবেন ঘাসফুলের মালা রায়? না কি কাঁটা ছড়াবে পদ্ম?
Last Updated:
#কলকাতা: তৃণমূলের চোখে সবচেয়ে নিরাপদ আসন। কলকাতা দক্ষিণে কি এবার জয়ের ব্যবধান আরও বাড়াবেন ঘাসফুলের মালা রায়? না কি কাঁটা ছড়াবে পদ্ম? কতটা চ্যালেঞ্জ ছুঁড়তে পারবে কংগ্রেস ও সিপিএম? কলকাতা দক্ষিণ উত্তর দেবে আগামী রবিবার। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র মানেই তৃণমূলনেত্রীর গড়-ঘর-দূর্গ। ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা এই কেন্দ্র থেকেই জিতে সংসদে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৪ সালের লোকসভা ভোটে রাজ্যে একটি মাত্র আসনেই জিতেছিল তৃণমূল। সেটা এই দক্ষিণ কলকাতা। জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এ হেন দূর্গেই ২০১৪ সালে অনেকটা শক্তি বাড়ে বিজেপির।
-২০০৯ সালে বিজেপি পেয়েছিল চার শতাংশের কাছাকাছি ভোট
-২০১৪ সালে একলাফে তা বেড়ে হয় প্রায় পঁচিশ শতাংশ
advertisement
তৃণমূলের সঙ্গে ব্যবধান অনেকটা হলেও সে বার দু' নম্বরে উঠে আসে বিজেপি৷মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রেই তারা পিছনে ফেলে দেয় তৃণমূলকে। ২০১৪'র লোকসভা ভোটের নিরিখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১৮৫ ভোটে এগিয়ে এক নম্বরে ছিল বিজেপি৷ ২০১৫ সালে কলকাতা পুরসভা ভোটে, এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় তিনটি ওয়ার্ডেও জেতে তারা। এ সব পরিসংখ্যানকে অবশ্য এবার গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। তাদের কাছে, কলকাতা দক্ষিণই সবচেয়ে নিরাপদ আসন। জয়ের দাবি না করলেও সিপিএমের বিশ্বাস, এবার তাদের রক্তক্ষরণ তো থামবেই। শক্তিও বাড়বে।
advertisement
বিজেপির প্রার্থী চন্দ্র বসু নেতাজির পরিবারের সদস্য। অভিযোগ, গেরুয়া শিবিরের সৈনিক হলেও এ রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে কোথায় যেন তাঁর দূরত্ব রয়ে গিয়েছে। বিজেপির তেমন কোনও হেভিওয়েট নেতাকে তাঁর হয়ে প্রচারেও দেখা যায়নি। তবুও আশাবাদী চন্দ্র বসু। তাঁর মুখে নমো নমো।
কংগ্রেসের অবশ্য দাবি, এবার বিজেপি নয়, তৃণমূলের সঙ্গে মূল লড়াই কংগ্রেস ও সিপিএমের। প্রিয়রঞ্জন দাশমুন্সি কী করে জিতেছিল? ভোটের দফা যত এগিয়েছে ততই মানুষ বুঝতে পেরেছে বিজেপির অনেকটাই ঢক্কানিনাদ। আসল লড়াই তৃণমূলের সঙ্গে সিপিএম ও কংগ্রেসের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2019 3:50 PM IST