বাংলায় ইউপিআই জালিয়াতির পরিমাণ কত? সংসদে অভিষেকের প্রশ্নে কেন্দ্রের উত্তর, 'রাজ্য ভিত্তিক তথ্য নেই'!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
দিন প্রতি দিন গোটা দেশেই বাড়ছে ইন্টারনেটে দুর্নীতি। আর অনলাইনে লেনদেনের ফলে ইউপিআই পেমেন্ট বা অনলাইন মোবাইলে পেমেন্টে দুর্নীতির অভিযোগ উঠছে প্রায়শই।
নয়াদিল্লি: গোটা দেশেই দিন প্রতি দিন বাড়ছে ইন্টারনেট দুর্নীতির জাল। আর অনলাইনে লেনদেনের ফলে ইউপিআই পেমেন্ট বা অনলাইন মোবাইলে পেমেন্টে দুর্নীতির অভিযোগ উঠছে প্রায়শই। এই রাজ্যে ইউপিইআই জালিয়াতির সংখ্যা ঠিক কত ঠিক সেটাই জানতে চেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বিস্তারিতভাবে তিনি কেন্দ্রের কাছে প্রশ্ন রেখেছিলেন। একইসঙ্গে গোটা দেশে ৭ দিন ও ৩০ দিনের মধ্যে কোন রাজ্যে কতগুলো প্রতারণার ঘটনার সমাধান করা হয়েছে। এবং, এই ধরনের ঘটনায় ব্যাঙ্কগুলোর ভূমিকা কী তা-ও জানতে চেয়েছিলেন ডায়মন্ড হারবারের এই সাংসদ।
তার জবাব দিয়েছে কেন্দ্র, সেখানেই স্পষ্টভাবে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া রাজ্যের ভিত্তিতে অভিযোগ নথিভুক্ত করে না। অর্থাৎ রাজ্যের ভিত্তিতে কোনও তথ্য নেই কেন্দ্রের কাছে।
মোট পরিসংখ্যান দিলেও রাজ্যের ভিত্তিতে তথ্য দিতে পারল না কেন্দ্র। জানানো হয়েছে, রাজ্যের ভিত্তিতে তথ্য নেই কেন্দ্রের কাছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 10:39 PM IST








