আপনার নামে মোট কটি সিম রয়েছে ? সন্ধান মিলবে পড়ুয়াদের তৈরি এই সফটওয়‍্যার

Last Updated:

ছয় তরুণ তুর্কির হাতেই এবার আপনার মুঠোফোনের নিরাপত্তা লুকিয়ে। বিপি পোদ্দার ইনস্টিটিউট অব ম‍্যানেজমেন্ট অ‍্যান্ড টেকনোলজির ছয় পড়ুয়া তৈরি করেছেন এক সফটওয়‍্যার।

#কলকাতা: ছয় তরুণ তুর্কির হাতেই এবার আপনার মুঠোফোনের নিরাপত্তা লুকিয়ে। বিপি পোদ্দার ইনস্টিটিউট অব ম‍্যানেজমেন্ট অ‍্যান্ড টেকনোলজির ছয় পড়ুয়া তৈরি করেছেন এক সফটওয়‍্যার। আর তাতেই তথ‍্য মিলবে আপনার নামে মোট কটি সিম তোলা হয়েছে। ওই সফটওয়‍্যার বাবহার করলে জালিয়াতি কমবে বলে দাবি ওই পড়ুয়াদের।
আপনার নামে সিম তুলে ব‍্যবহার করছে জঙ্গিরা। অথচ আপনিই জানতে পারছেন না। কোনও সমস‍্যা হলে তখন মাথায হাত। পুলিশি হয়রানি। বিপদ। হাজারও ঝামেলার মুখেও পড়তে হতে পারে আপনাকে। অতঃপর উপায় ? আগে থেকেই সাবধান হতে হবে আপনাকে। কিন্তু, এ কথা জানবেন কীকরে ? উপায় খুঁজে দিলেন এই ছয় পড়ুয়া। বিপি পোদ্দার ইনস্টিটিউট অব ম‍্যানেজমেন্ট অ‍্যান্ড টেকনোলজির এই ছয় তরুণ তুর্কির হাতেই তৈরি হয়েছে এক সফটওয়‍‍্যার। আর তাতেই বাজিমাত। এই সফটওয়‍্যারের মাধ‍্যমেই জানা যাবে আপনার নামে ঠিক কতগুলি সিম বাজার থেকে তোলা হয়েছে।
advertisement
দেশের আইন বলছে, একজনের নামে ন'টির বেশি সিম তোলা যায় না। কিন্তু, একটি কোম্পানি থেকে ওই সংখ‍্যক সিম তুললে জানা যায় সেই সংখ‍্যা। কিন্তু, একের বেশি সংস্থা থেকে একাধিক সিম তুললে জানার উপায় নেই। আর এখানেই সমস‍্যা। বাড়ছে বিপত্তি। বাড়ছে জালিয়াতি। একজন গ্রাহকের অজান্তেই কোথায় কোন সমস‍্যা হচ্ছে সেটাও জানা সম্ভব নয়। পুলিশও বুঝতে পারে না সমস‍্যার সূত্রপাত কোথায়? কেন্দ্রীয় সরকারের একটি সর্বভারতীয় প্রতিেযাগিতায় গিয়ে এই সমস‍্যার সমাধান করেই বাজিমাত করেছেন কলকাতার এই ছয় পড়ুয়া। তবে এই সফটওয়‍্যার কি শুধুই নজরদারির জন‍্য? না এমনটা নয়। এই সফটওয়‍্যারের মাধ‍্যমে একজন গ্রাহকও জানতে পারবেন তঁার নামে কতগুলি সিম বাজার থেকে তোলা হয়েছে। সেক্ষেত্রে আধার সংেযাগ করে ওই সিম বাজার থেকে তোলা হয়েছে কিনা তাও জানা সম্ভব। ফলে, বিপদের হাত থেকে আগেভাগেই সাবধান হওয়া যাবে।
advertisement
advertisement
বিপি পোদ্দার ইনস্টিটিউট অব ম‍্যানেজমেন্ট অ‍্যান্ড টেকনোলজির এই ছয় পড়ুয়ার সাফল‍্যে উল্লসিত কলেজ কর্তৃপ‍ক্ষ। তরুণ তুর্কির হাতে তৈরি এই সফটওয়‍্যার তো তৈরি হল। এবার প্রশাসন কীভাবে ব‍্যবহার করবে সেই দিকেই তাকিয়ে এই তরুণ ছয় মুখ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আপনার নামে মোট কটি সিম রয়েছে ? সন্ধান মিলবে পড়ুয়াদের তৈরি এই সফটওয়‍্যার
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement