যাদবপুরে প্রবেশিকা হবে কোন পদ্ধতিতে? ধোঁয়াশা কাটাতে বৈঠক
Last Updated:
#কলকাতা: পড়ুয়াদের আন্দোলন ও অধ্যাপকদের বিরোধীতা, দ্বৈত চাপের মুখে প্রবেশিকা পরীক্ষা ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু কোন পদ্ধতিতে হবে এই প্রবেশিকা সেই নিয়ে ধোঁয়াশা কাটাতে বুধবার বৈঠকে বসল ইসি ৷
অনশনের ৯৪ ঘণ্টার মাথায় প্রবেশিকা নিয়ে জয় আন্দোলনরত পড়ুয়াদের। চাপের মুখে কলাবিভাগের ৬টি বিষয়েই প্রবেশিকা ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার রাতে ৷ বিভাগগুলিকেই কি প্রবেশিকার দায়িত্ব দেওয়া হবে নাকি মূল্যায়ন করবেন বাইরের শিক্ষকরা? মূলত এই প্রশ্নের উত্তর খুঁজতে এদিন বসছে কর্মসমিতির বৈঠক ৷
৫০-৫০ ফর্মুলা অর্থাৎ প্রবেশিকা ও উচ্চ-মাধ্যমিকের নম্বর মিলিয়ে তৈরি হবে ভরতি তালিকা। গত ২৭ জুনের সিদ্ধান্তই বহাল রাখার সিদ্ধান্ত এক্সিকিউটিভ কাউন্সিলের। প্রবেশিকার ৫০%, উচ্চ মাধ্যমিকের ফলের ৫০%, দুই পরীক্ষার ফলের নিরিখেই নেওয়া হবে ভর্তি ৷ উচ্চমাধ্যমিকে বাংলা ও ইংরাজিতে প্রাপ্ত নম্বর ও প্রবেশিকার নম্বর মিলিয়ে বাংলা বিভাগে পড়ুয়াদের অ্যাডমিশন দেওয়া হবে ৷ অন্যদিকে, ইংরাজি বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকে ইংরাজি ও প্রবেশিকার নম্বর যোগ করেই বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
আরও পড়ুন
তবে প্রবেশিকা ফিরলেও অভূতপূর্ব পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে। এই সিদ্ধান্তে সায় নেই উপাচার্য, সহ- উপাচার্যের। পরীক্ষার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত নেবেন রেজিস্ট্রার ও ডিন অফ আর্টস। প্রবেশিকা বিতর্কে এবার পদত্যাগ করতে চান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ-উপাচার্য ৷ ইসি-র সিদ্ধান্তের সঙ্গে তাঁরা সহমত নন ৷ অব্যাহতি চেয়ে রাজ্যপালকে এদিন চিঠি দিতে পারেন তারা ৷
advertisement
আরও পড়ুন
প্রবেশিকা ফেরানোর দাবিতে টানা অনশন চলছিল। অসুস্থ হয়ে পড়েন দুই পড়ুয়া। এই পরিস্থিতিতে প্রথমে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি এক্সিকিউটিভ কাউন্সিল। একইদিনে দু-বার ইসি বৈঠকের মতো নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল যাদবপুর। সিদ্ধান্ত ঘোষণার পরও উপাচার্যকে ঘিরে বিক্ষোভ - বিশৃঙ্খলার ছবিও ধরা পড়ে। প্রবেশিকা ফিরল। আন্দোলনকারীদের দাবি পূরণও হল। কিন্তু একটি সিদ্ধান্তকে ঘিরে কার্যত দু-ভাগ হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2018 12:14 PM IST