সূর্যের চারপাশে অবাক ‘বলয়’ ! আকাশে সবার চোখ

Last Updated:

বন্ধুকে ফোন, বান্ধবীকে দ্রুত হোয়াটসঅ্যাপ ৷ আত্মীয়-স্বজ্জনকে সোজা জানানো, জলদি ছাদে কিংবা বারান্দায় উঠে পড়ো৷ যারা

#কলকাতা: বন্ধুকে ফোন, বান্ধবীকে দ্রুত হোয়াটসঅ্যাপ ৷ আত্মীয়-স্বজ্জনকে সোজা জানানো, জলদি ছাদে কিংবা বারান্দায় উঠে পড়ো৷ যারা অফিসে, তাঁরা কেউ কেউ জানালায়, কেউ কেউ অফিসের ছাদেই ৷ মোবাইল ফোনে টুক করে ছবি তুলে নেওয়া ৷ বুধবার ব্যস্ত শহুরে চোখ একেবারে আকাশের দিকে ৷ কারণ? ওই যে সূর্যের চারপাশে আলোর বলয় ! সূর্যের চারিদিককে ঢেকে রেখেছে রামধনু রং ৷
তবে এ ঘটনা এই প্রথম নয়, কলকাতার আকাশে ৷ এর আগে বিধানসভা ভোট নিয়ে যখন থমথমে কলকাতা শহর ৷ ঠিক তখনই আকাশে ঝলমল করে উঠেছিল এই দৃশ্য ৷ তারিখটা ছিল ৩০ এপ্রিল, ২০১৬ ৷ সেই স্মৃতি উসকেই ফের সূর্যের বলয় ৷ তা কেন হয় এমনটা ? কী বলছেন বিশেষজ্ঞরা ৷
advertisement
বিশেষজ্ঞদের কথায়, ‘এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য। যার নাম ‘সূর্য-বলয়’। বর্ষার ঠিক আগে বা পরে ভূপৃষ্ঠ থেকে পাঁচ-দশ কিলোমিটার উঁচুতে আকাশে যখন জমাট মেঘতৈরি হয়, তখনই এই ধরনের সূর্য-বলয় তৈরির সম্ভাবনা তৈরি হয় ৷ আসলে অনেক সময়ই মেঘে জমাট শিলার ভেতর দিয়ে আলো আসার সময় আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের ফলে এই বলয় তৈরি হয়। সেই শিলার অবস্থানের জন্যই এই বলয় তৈরি হয়। এই বলয় থাকার অর্থ ভবিষ্যতে বৃষ্টি নামার সমূহ সম্ভাবনা।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
সূর্যের চারপাশে অবাক ‘বলয়’ ! আকাশে সবার চোখ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement