Maheshtala Fire Incident: মর্মান্তিক! মহেশতলায় বাড়িতে আগুন লেগে জলজ্যান্ত পুড়ে ছাই মা সহ দুই শিশু!

Last Updated:

Mother and Two Children Burnt Alive: পুলিশ জানিয়েছে, আগুনে মা সোমা মণ্ডল (৪০) দুই সন্তান, রাহুল মণ্ডল (১০), সাহেব মণ্ডল (১২) ভস্মীভূত হয়ে গিয়েছেন।

ছবি- প্রতীকী
ছবি- প্রতীকী
#মহেশতলা: জলজ্যান্ত আগুনে ভস্মীভূত মা ও দুই শিশুসন্তান! মর্মান্তিক এই ঘটনা ঘটেছে শনিবার রাতে মহেশতলায়। মহেশতলা থানার মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগর পূর্ব পাড়াতে হঠাইৎ একটি বাড়িতে ভয়ঙ্কর আগুন লাগে। রাত তখন প্রায় রাত সাড়ে এগারোটা। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই বাড়িত তিনটি ঘরেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সর্বগ্রাসী আগুন। পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি ঘর থেকে একজন মহিলা এই বীভৎস আগুন দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন। তিনিই এলাকার মানুষজনকে খবর দেন। প্রতিবেশীরা গিয়ে প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলে খবর দেওয়া হলে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। পুলিশ জানিয়েছে, আগুনে মা সোমা মণ্ডল (৪০) দুই সন্তান, রাহুল মণ্ডল (১০), সাহেব মণ্ডল (১২) ভস্মীভূত হয়ে গিয়েছেন।
একটি ঘরের ভিতরে তিনজন থাকায় আগুন লাগার পর তাঁরা আর বেরিয়ে আসতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ, ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় এবং ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ। পুলিশ জানিয়েছে, ভাড়া বাড়িতে থাকতেন মৃতেরা। ওই বাড়িতে ভিতর থেকে তালা বন্ধ করা ছিল। পাঁচিল ভেঙে মৃতদেহ উদ্ধার করেন দমকলকর্মীরা।
advertisement
advertisement
মহেশতলা থানার পুলিশ জানিয়েছে, আগুন লাগার ঘটনায় স্বামীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কীভাবে এই আগুন লাগল, নাকি আগুন লাগানো হয়েছে তা তদন্ত করে দেখছে মহেশতলা থানার পুলিশ।
Samir Mondal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Maheshtala Fire Incident: মর্মান্তিক! মহেশতলায় বাড়িতে আগুন লেগে জলজ্যান্ত পুড়ে ছাই মা সহ দুই শিশু!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement