Motherhood: পরিবার সত্ত্বেও দিনযাপন আস্তাকুঁড়ের পাশে, তবুও মাতৃত্ব নিয়ে গর্বিত গৃহহীন বৃদ্ধা

Last Updated:

Motherhood:এই ঠিকানাহীন মানুষগুলো সবাই সুস্থ। সম্পর্কের টানে, কাছের মানুষের মঙ্গলকামনা করে জন্য সূর্যের দিকে হাত তুলে প্রার্থনা করেন। বার্ধক্যের সঙ্গে সঙ্গে তাঁরা নিক্ষিপ্ত অনাকাঙ্ক্ষিত দেশে।

এই ছবি ধর্মতলা মেট্রো সিনেমার ঠিক বিপরীতে
এই ছবি ধর্মতলা মেট্রো সিনেমার ঠিক বিপরীতে
 কলকাতা : সব মা'ই তো তার জরায়ুজদের পৃথিবীর আলো দেখিয়েছেন। তাঁদের মধ্যে বেশ কিছু মা এখনও ফুটপাতে শুয়ে ছেলের মঙ্গল চান। কিন্তু ছেলেরা কী চান? বেশ কয়েক জনের ছেলের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। এই ছবি ধর্মতলা মেট্রো সিনেমার ঠিক বিপরীতে।
ফুটপাতে সোমবার সকালের অঝোর বৃষ্টিতে পুরসভার ভ্যাটের পাশে একটি পলিথিন পেতে শুয়ে এক বৃদ্ধা। ওখানে যদিও শুধু উনি একা শুয়ে থাকেন না। থাকেন আরও অনেক ভবঘুরে মানুষ। বৃদ্ধার নাম রাধারানি ঘোষ। তাঁর বয়স ৭০ বছর। তিনি বললেন, তাঁর এক ছেলে রয়েছে। ছেলের খুব বেশি রোজগার নেই। সে বউ ছেলে নিয়ে বেশ সুখে আছে। রোজগারের তুলনায় মা সমস্যাসঙ্কটের বোঝা তাঁর কাছে। অভিযোগ, তাই ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি জানালেন, তাঁর ছেলে কার্তিক চন্দ্র ঘোষ ওরফে বাপির বাড়ি সোনারপুরের বাবুইপাড়ায়। আপনি বাড়ি যাবেন? রাধারানিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘ছেলে আমাকে নিয়ে যায় না। যদি নিয়ে যায়, আমি যাব। তবে বৌমার খুব অসুবিধা হবে।’’
advertisement
advertisement
আরও পড়ুন : অফলাইন স্কুলের লেখাপড়া নিয়ে সন্তানের আতঙ্ক কাটছেই না? রইল বিশেষজ্ঞের সমাধান
শুধু এই রাধারানি একাই নন। আজও বহু মা শহর গ্রামের ফুটপাত, গাছতলায় শুয়ে দিন কাটাচ্ছেন। কেউ বললেন, ‘‘এখন সরকার খাওয়ায় জন্য নাগরিকদের রেশন, মাসে ৫০০-১০০০ টাকা দিচ্ছে ।তাহলে মা কেন বোঝা হবেন?’’ রাধারানি বললেন, ‘‘এখনও চেয়েচিন্তে খবার জুটে যায়। কিন্তু মাথার ছাউনি, ঠিকানা হারিয়ে ফেলেছি যে।’’ এই ঠিকানাহীন মানুষগুলো সবাই সুস্থ। সম্পর্কের টানে, কাছের মানুষের মঙ্গলকামনা করে জন্য সূর্যের দিকে হাত তুলে প্রার্থনা করেন। বার্ধক্যের সঙ্গে সঙ্গে তাঁরা নিক্ষিপ্ত অনাকাঙ্ক্ষিত দেশে। কিছুটা ভারসাম্যের অভাব আজ তাঁদের জীবনে। তবু তাঁদের মাতৃত্ব নিয়ে গর্বিত তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Motherhood: পরিবার সত্ত্বেও দিনযাপন আস্তাকুঁড়ের পাশে, তবুও মাতৃত্ব নিয়ে গর্বিত গৃহহীন বৃদ্ধা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement