Motherhood: পরিবার সত্ত্বেও দিনযাপন আস্তাকুঁড়ের পাশে, তবুও মাতৃত্ব নিয়ে গর্বিত গৃহহীন বৃদ্ধা
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Motherhood:এই ঠিকানাহীন মানুষগুলো সবাই সুস্থ। সম্পর্কের টানে, কাছের মানুষের মঙ্গলকামনা করে জন্য সূর্যের দিকে হাত তুলে প্রার্থনা করেন। বার্ধক্যের সঙ্গে সঙ্গে তাঁরা নিক্ষিপ্ত অনাকাঙ্ক্ষিত দেশে।
কলকাতা : সব মা'ই তো তার জরায়ুজদের পৃথিবীর আলো দেখিয়েছেন। তাঁদের মধ্যে বেশ কিছু মা এখনও ফুটপাতে শুয়ে ছেলের মঙ্গল চান। কিন্তু ছেলেরা কী চান? বেশ কয়েক জনের ছেলের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। এই ছবি ধর্মতলা মেট্রো সিনেমার ঠিক বিপরীতে।
ফুটপাতে সোমবার সকালের অঝোর বৃষ্টিতে পুরসভার ভ্যাটের পাশে একটি পলিথিন পেতে শুয়ে এক বৃদ্ধা। ওখানে যদিও শুধু উনি একা শুয়ে থাকেন না। থাকেন আরও অনেক ভবঘুরে মানুষ। বৃদ্ধার নাম রাধারানি ঘোষ। তাঁর বয়স ৭০ বছর। তিনি বললেন, তাঁর এক ছেলে রয়েছে। ছেলের খুব বেশি রোজগার নেই। সে বউ ছেলে নিয়ে বেশ সুখে আছে। রোজগারের তুলনায় মা সমস্যাসঙ্কটের বোঝা তাঁর কাছে। অভিযোগ, তাই ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি জানালেন, তাঁর ছেলে কার্তিক চন্দ্র ঘোষ ওরফে বাপির বাড়ি সোনারপুরের বাবুইপাড়ায়। আপনি বাড়ি যাবেন? রাধারানিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘ছেলে আমাকে নিয়ে যায় না। যদি নিয়ে যায়, আমি যাব। তবে বৌমার খুব অসুবিধা হবে।’’
advertisement
advertisement
আরও পড়ুন : অফলাইন স্কুলের লেখাপড়া নিয়ে সন্তানের আতঙ্ক কাটছেই না? রইল বিশেষজ্ঞের সমাধান
শুধু এই রাধারানি একাই নন। আজও বহু মা শহর গ্রামের ফুটপাত, গাছতলায় শুয়ে দিন কাটাচ্ছেন। কেউ বললেন, ‘‘এখন সরকার খাওয়ায় জন্য নাগরিকদের রেশন, মাসে ৫০০-১০০০ টাকা দিচ্ছে ।তাহলে মা কেন বোঝা হবেন?’’ রাধারানি বললেন, ‘‘এখনও চেয়েচিন্তে খবার জুটে যায়। কিন্তু মাথার ছাউনি, ঠিকানা হারিয়ে ফেলেছি যে।’’ এই ঠিকানাহীন মানুষগুলো সবাই সুস্থ। সম্পর্কের টানে, কাছের মানুষের মঙ্গলকামনা করে জন্য সূর্যের দিকে হাত তুলে প্রার্থনা করেন। বার্ধক্যের সঙ্গে সঙ্গে তাঁরা নিক্ষিপ্ত অনাকাঙ্ক্ষিত দেশে। কিছুটা ভারসাম্যের অভাব আজ তাঁদের জীবনে। তবু তাঁদের মাতৃত্ব নিয়ে গর্বিত তাঁরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2022 12:14 PM IST