বিশ্বকর্মা পুজোয় ছুটি! 'রাজ্যে শুধু ছুটিই চলছে...' সরকারের সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপ ঘোষের
- Published by:Rachana Majumder
- Reported by:Susmita Mondal
Last Updated:
যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশেই থাকছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
কলকাতা: বিশ্বকর্মা পুজোয় ছুটি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু খোলা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরে ভর্তির কাউন্সিলিংয়ের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এই বিষয়টি নিয়েই ফের সংঘাতের আবহ। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশেই থাকছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তাঁর সাফ কথা, বিশ্বকর্মা পুজোয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার কোনও অর্থ নেই।’ পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করেছেন। দিলীপ ঘোষ অবশ্য এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না। বরং তাঁর কটাক্ষ, রাজ্যে শুধু ছুটিই চলছে।’ সংবাদমাধ্যমে বিজেপি নেতা বলেন, ”বিশ্ববিদ্যালয়, স্কুলে বিশ্বকর্মা পুজোয় ছুটি দেওয়ার কী দরকার? সরস্বতী পুজো বা দুর্গা-কালী পুজোয় ছুটি দিক। সব জায়গায় ছুটি দিলে কী করে হবে? ছুটিই চলছে, কাজ এবং পড়াশোনা কোথায় হচ্ছে? এভাবে চলতে পারে না।’
advertisement
বিগত কয়েক মাসে রাজ্যজুড়ে বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে তৃণমূল নেতাদের ‘দাদাগিরি’র খবর এসেছে। সেই প্রসঙ্গে দিলীপের বক্তব্য, ”স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোথাও পড়ার পরিবেশ নেই। শুধু লুটপাট, দাদাগিরি, ইউনিয়নবাজির নামে টাকা তোলা চলছে। তাই সরকারি সিদ্ধান্তে ৮ হাজার স্কুল বন্ধ হচ্ছে। আর যে পরীক্ষা হল তারপরও যদি নিয়োগ না হয় তাহলে ২৮ হাজার স্কুল বন্ধ হয়ে যাবে।’
advertisement
advertisement
দিলীপের সাফ কথা, ‘গ্রামের মানুষ হোক কী শহর, বাংলার ছেলেমেয়েরা রাজ্য পড়তেই চাইছে না কারণ এখানে ভবিষ্যৎ নেই। পরীক্ষা হলে নিয়োগ হয় না, দুর্নীতির অভিযোগে বারবার মামলা হয়, জটিলতা সৃষ্টি হয়। তাই অধিকাংশই বাইরের রাজ্যে চলে যান।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 4:21 PM IST

