Himant BiswaSharma: 'শেখ শাহজাহান পাতালে থাকলেও অমিত শাহ খুঁজে বের করে আনবেন', কলকাতায় এসে বললেন হিমন্ত বিশ্বশর্মা
- Published by:Rachana Majumder
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সন্দেশখালি কাণ্ডে 'নিখোঁজ' শাহজাহান। বিরোধীরা প্রশ্ন তুলছে, তাঁর আত্মগোপনের নেপথ্যে তৃণমূল ও প্রশাসনের মদত নেই তো?
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শনিবার ঝটিকা সফরে কলকাতায় এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ শাহজাহান ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বললেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। পাতালে থাকলে সেখান থেকেও ঠিক খুঁজে বের করে নেবেন উনি। কেউ পার পাবেন না। সময় হলে ঠিক ধরা হবে। কখন সময় হয় দেখা যাক।’
রেশন বণ্টন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তদন্ত গিয়ে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। আর এই ঘটনায় যাঁর নাম জড়ায় তিনি হলেন শেখ শাহজাহান। ওই এলাকার তৃণমূলের দাপুটে নেতা। ঘটনার বেশ কয়েক দিন কেটে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান।
advertisement
advertisement
আরও পড়ুন- বঙ্গ বিজেপিতে প্রবল বিদ্রোহ! প্রার্থী বহিরাগত হলে…সুকান্তর সঙ্গে সংঘাতে বিষ্ণু
সন্দেশখালির ঘটনা নিয়ে আজও উত্তাল রাজ্য রাজনীতি। শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সহ অন্যান্য বিরোধী শিবিরও সরব হয়েছে। সন্দেশখালির ঘটনার পর এখনও নিখোঁজ শাহজাহান। বিরোধীরা প্রশ্ন তুলছেন,’ তাঁর আত্মগোপনের নেপথ্যে তৃণমূল ও প্রশাসনের মদত নেই তো? এই প্রসঙ্গে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু কোথায় আছেন তিনি?
advertisement
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান। ইতিমধ্যেই সেই দায়িত্ব আপাতত নিজের হাতে নিয়েছেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এরই মধ্যে কয়েকদিন আগে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত বলেছিলেন, ‘শাহজাহান নিজের এলাকাতেই আছেন। ঠিক সময়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন।’ তাঁর আইনজীবীরা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানান সন্দেশখালির বিধায়ক। অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতারের কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এখনও নিখোঁজ শেখ শাহজাহান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 14, 2024 8:39 AM IST