Hilsa Festival : ইলিশে মিলেমিশে, কেবল গন্ধে পেট ভরানো নয়, কফিহাউসের উদ্যোগে পথশিশুদের পাতে বাঙালির প্রিয় মাছ

Last Updated:

Hilsa Festival : এ ইলিশ সবার, এ উৎসব সবার। তাই উৎসবের ট্যাগলাইন রাখা হল, ‘সক্কলে মিলেমিশে একসাথে ইলিশে। আসুন সকলে মিলে ছোট্ট শিশুদের চোখে বুনে দিই রুপোলি স্বপ্ন।’

কফিহাউসের উদ্যোগে পথশিশুদের পাতে বাঙালির প্রিয় মাছ
কফিহাউসের উদ্যোগে পথশিশুদের পাতে বাঙালির প্রিয় মাছ
কলকাতা: কলকাতা শহরে প্রতি বছর এই সময়ে পাড়ায় পাড়ায় ইলিশ উৎসব। বৃষ্টি বা ভ্যাপসা গরম, কিছুতেই বাধা মানে না। রংবেরঙের শাড়ি, পাজামা-পাঞ্জাবির ভিড় ও ইলিশের গন্ধে এই উৎসবেই কোথাও চাপা পড়ে যায় সরল কতগুলি চোখ। যারা ইলিশের গন্ধেই পেট ভরায়। পাতে পড়ে না বাঙালির প্রিয় মাছ। এবার অভিজাতদের পাশ কাটিয়ে সেই পথশিশুদের জন্য ইলিশ উৎসব আয়োজিত হল শহর কলকাতাতেই।
এমন উদ্যোগ নিল কফিহাউস সোশ্যাল সার্ভিস। প্রথমবার কলকাতাতে পথ শিশুদের জন্য এই আয়োজন। মাছেভাতে বাঙালির মধ্যে যারা ছিল বঞ্চিতদের দলে, তাদের পাতে এবার গরম গরম মাছ ও ভাত। কেবল ইলিশ নয়, রইল কাতলা মাছও। ২০০-র বেশি পথশিশু হইহই করে যোগ দিল এই উৎসবে। ৫৫ কেজি মাছ দিয়ে ইলিশ এবং কাতলা মিলিয়ে জমে গেল খাওয়াদাওয়া।
advertisement
advertisement
মাদার টেরিজার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল, ২৬ অগাস্ট, শনিবার কাঁটায় কাঁটায় বেলা ১২টায় কলেজ স্কোয়ারে আনন্দের কোলাহল। খালি পেটের ডাক নয়, শোনা গেল ভরা পেটের সন্তুষ্টির মুখরতা। এ ইলিশ সবার, এ উৎসব সবার। তাই উৎসবের ট্যাগলাইন রাখা হল, ‘সক্কলে মিলেমিশে একসাথে ইলিশে। আসুন সকলে মিলে ছোট্ট শিশুদের চোখে বুনে দিই রুপোলি স্বপ্ন।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Hilsa Festival : ইলিশে মিলেমিশে, কেবল গন্ধে পেট ভরানো নয়, কফিহাউসের উদ্যোগে পথশিশুদের পাতে বাঙালির প্রিয় মাছ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement