Ashish Vidyarthi-Piloo Divorce : নিজেকে আর স্ত্রী হিসেবে দেখতাম না, আশিস সে কথা শুনে... বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাজশী বড়ুয়া

Last Updated:
Ashish Vidyarthi-Piloo Divorce : রাজশী জানান, আশিস তাঁকে অত্যাচারও করতেন না, জোরজবরদস্তিও করতেন না। কিন্তু জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হতেই রাজশী বুঝতে পারেন, তিনি এমন কিছু করতে চাইছেন, যা তাঁর একেবারে নিজের।
1/8
২২ বছরের দাম্পত্যে ইতি টেনে ফের সংসার সাজিয়েছেন ৬০ বছরের অভিনেতা আশিস বিদ্যার্থী। তার পর থেকেই কটাক্ষের ঝড়। পিলু ওরফে রাজশী বড়ুয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ পেয়েছে তখনই। তার আগে আঁচ ছিল না কারও।
২২ বছরের দাম্পত্যে ইতি টেনে ফের সংসার সাজিয়েছেন ৬০ বছরের অভিনেতা আশিস বিদ্যার্থী। তার পর থেকেই কটাক্ষের ঝড়। পিলু ওরফে রাজশী বড়ুয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ পেয়েছে তখনই। তার আগে আঁচ ছিল না কারও।
advertisement
2/8
হঠাৎ রূপালি বড়ুয়ার সঙ্গে দ্বিতীয় বিয়ের ছবি দেখে চমকে উঠেছিলেন সকলেই। সেই সময়ে কানাঘুষো শোনা যাচ্ছিল, রাজশীর সঙ্গে প্রতারণা করে দ্বিতীয় প্রেম ও বিয়ে করেছেন আশিস।
হঠাৎ রূপালি বড়ুয়ার সঙ্গে দ্বিতীয় বিয়ের ছবি দেখে চমকে উঠেছিলেন সকলেই। সেই সময়ে কানাঘুষো শোনা যাচ্ছিল, রাজশীর সঙ্গে প্রতারণা করে দ্বিতীয় প্রেম ও বিয়ে করেছেন আশিস।
advertisement
3/8
কিন্তু অভিনেতার প্রাক্তন স্ত্রী এবার সরাসরি এক সাক্ষাৎকারে জানালেন, যা যা শোনা গিয়েছিল, তার কিছুই সত্য নয়। রাজশী নিজেই চেয়েছিলেন দাম্পত্য থেকে বেরিয়ে যেতে। কিন্তু তার নেপথ্যে আশিসের হাত নেই।
কিন্তু অভিনেতার প্রাক্তন স্ত্রী এবার সরাসরি এক সাক্ষাৎকারে জানালেন, যা যা শোনা গিয়েছিল, তার কিছুই সত্য নয়। রাজশী নিজেই চেয়েছিলেন দাম্পত্য থেকে বেরিয়ে যেতে। কিন্তু তার নেপথ্যে আশিসের হাত নেই।
advertisement
4/8
রাজশী জানান, আশিস তাঁকে অত্যাচারও করতেন না, জোরজবরদস্তিও করতেন না। কিন্তু জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হতেই রাজশী বুঝতে পারেন, তিনি এমন কিছু করতে চাইছেন, যা তাঁর একেবারে নিজের।
রাজশী জানান, আশিস তাঁকে অত্যাচারও করতেন না, জোরজবরদস্তিও করতেন না। কিন্তু জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হতেই রাজশী বুঝতে পারেন, তিনি এমন কিছু করতে চাইছেন, যা তাঁর একেবারে নিজের।
advertisement
5/8
সারা জীবন খুব আনন্দেই স্বামী, পুত্রকে নিয়ে সংসার করেছেন। নিজেই বিরতি নিয়েছিলেন নানা কাজ থেকে। আশিস সেখানেও তাঁকে জোর করেননি। ছুটির পাঠশালা বলে একটি সংস্থার কর্ণধার হয়ে জীবন বেশ ভালই কাটছিল।
সারা জীবন খুব আনন্দেই স্বামী, পুত্রকে নিয়ে সংসার করেছেন। নিজেই বিরতি নিয়েছিলেন নানা কাজ থেকে। আশিস সেখানেও তাঁকে জোর করেননি। ছুটির পাঠশালা বলে একটি সংস্থার কর্ণধার হয়ে জীবন বেশ ভালই কাটছিল।
advertisement
6/8
কিন্তু একটা সময়ে হঠাৎই মনে হল, নিজেকে আর স্ত্রী হিসেবে দেখতে পাচ্ছেন না রাজশী। কেবল শ্রীমতী বিদ্যার্থী হয়ে থাকতে চান না তিনি। তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন আশিস।
কিন্তু একটা সময়ে হঠাৎই মনে হল, নিজেকে আর স্ত্রী হিসেবে দেখতে পাচ্ছেন না রাজশী। কেবল শ্রীমতী বিদ্যার্থী হয়ে থাকতে চান না তিনি। তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন আশিস।
advertisement
7/8
এখন রাজশী একের পর এক কাজ করছেন। নুসরত ভারুচার সঙ্গে ‘আকেলি’ ছবিতে অভিনয় করেছেন, যা মুক্তি পাবে ২৮ অগাস্ট। তা ছাড়া তাপসী পান্নু এবং প্রতীক গান্ধির সঙ্গে ‘উও লড়কি হ্যাঁয় কাহাঁ’।
এখন রাজশী একের পর এক কাজ করছেন। নুসরত ভারুচার সঙ্গে ‘আকেলি’ ছবিতে অভিনয় করেছেন, যা মুক্তি পাবে ২৮ অগাস্ট। তা ছাড়া তাপসী পান্নু এবং প্রতীক গান্ধির সঙ্গে ‘উও লড়কি হ্যাঁয় কাহাঁ’।
advertisement
8/8
তারপর ‘সর জামিন’ ছবিতে সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গেও দেখা যাবে তাঁকে। নিজের অভিনয় জীবন নিয়ে রাজশী খুবই উত্তেজিত। একইসঙ্গে পেশাদার গায়িকা না হয়েও অপূর্ব কিছু গানের উপহার দিয়েছেন দর্শকদের।
তারপর ‘সর জামিন’ ছবিতে সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গেও দেখা যাবে তাঁকে। নিজের অভিনয় জীবন নিয়ে রাজশী খুবই উত্তেজিত। একইসঙ্গে পেশাদার গায়িকা না হয়েও অপূর্ব কিছু গানের উপহার দিয়েছেন দর্শকদের।
advertisement
advertisement
advertisement