চলবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক! তাই ভোটের কাজে দেওয়া হোক ছাড়..জোর সওয়াল সংসদের

Last Updated:

তার জন্য পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে পর্যন্ত বুথ লেভেল অফিসার হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের ছাড় দেওয়া যায় তার জন্য জেলায় জেলায় অনুরোধ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। বিভিন্ন জেলার জেলা শাসকদের এই অনুরোধ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

News18
News18
কলকাতা: বুথ লেভেল অফিসার হিসেবে যেন ছাড় দেওয়া হচ্ছে মাধ্যমিক- উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকাদের!পরীক্ষা চলাকালীন সময় বুথ লেভেল অফিসার হিসেবে শিক্ষক শিক্ষিকাদের ছাড় দেওয়ার জন্য জোর-সওয়াল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা।
পরীক্ষার আগেও পরীক্ষার পরে পরীক্ষা পরিচালনার জন্য প্রচুর পরিমাণ শিক্ষক শিক্ষিকার প্রয়োজন হয়। বুথ লেভেল অফিসার হিসাবে পরীক্ষা চলাকালীন সময় শিক্ষক শিক্ষিকারা কাজ করলে পরীক্ষা পরিচালনা ব্যাহত হতে পারে।
advertisement
তার জন্য পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে পর্যন্ত বুথ লেভেল অফিসার হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের ছাড় দেওয়া যায় তার জন্য জেলায় জেলায় অনুরোধ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। বিভিন্ন জেলার জেলা শাসকদের এই অনুরোধ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
advertisement
“আমরা বলছি যাতে পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে এবং পরীক্ষা চলাকালীন সময় শিক্ষক শিক্ষিকাদের ছাড় দেওয়া হয়। না হলে পরীক্ষা পরিচালনা অসুবিধা হতে পারে আমাদের। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।” বললেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রসঙ্গত বুথ লেভেল অফিসার হিসেবে ইতিমধ্যেই জেলায় জেলায় সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
চলবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক! তাই ভোটের কাজে দেওয়া হোক ছাড়..জোর সওয়াল সংসদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement