#কলকাতা: পঞ্চায়েত ভোটের ভবিষ্যত ক্রমশ জটিল হচ্ছে ৷ ১৪ মে পঞ্চায়েত ভোট হবে কিনা সেটি জানা যাবে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে ৷ এমন একটা ইঙ্গিত ছিলই ৷ কিন্তু আজও স্পষ্ট হল না ভোটের তারিখ ৷ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে ফের ভর্ৎসনা হাইকোর্টের ৷
হাইকোর্টের এজলাসে বিচারপতি বিশ্বনাথ সম্মাদার নির্বাচন কমিশনকে তুলোধনা করেন ৷ বলেন,
এরপরই অ্যাডিশনাল জেনারেলের কাছে প্রশ্ন তোলেন বিশ্বনাথ সম্মাদার ৷ বলেন,
গত ২৮ এপ্রিল নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে বৈঠক হয় ৷ বৈঠকের কার্যবিররণী জমার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে ৷ কাল সকাল সাড়ে ১০টায় কার্যবিররণী হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: ই-মনোনয়নে মান্যতা দেওয়ার দাবি নিয়ে আদালতে যাবে বিজেপি
আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে পঞ্চায়েতের নিরাপত্তার মামলার শুনানি ছিল ৷ কিন্তু পঞ্চায়েত ভোটের বিবাদ গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি ৷ ফলে আজ হাইকোর্ট কি আদৌ রায় দেবে ? তা নিয়ে সংশয় ছিল ৷ সেই সংশয় কাটিয়ে ফের পঞ্চায়েত ভোটের দিন নিয়ে জটিলতা আরও বাড়ল ৷
অন্যদিকে, সুপ্রিম কোর্টে ই-মনোনয়ন মামলার শুনানি আজ ৷ দুপুর দু’টোয় সুপ্রিম কোর্টে ই-মনোনয়ন মামলার শুনানি ৷ কলকাতা হাইকোর্ট ই-মনোনয়নের রায়কে মান্যতা দিয়েছে ৷ সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন ৷ কিন্তু শুরুতেই জোর ধাক্কা খেয়েছে কমিশন ৷ আবেদনপত্রে ধরা পড়ল একাধিক ভুল ৷ ফলে দ্রুত শুনানির জন্য আদালতে আবেদন জানাতে পারেনি কমিশন ৷ শুনানি কবে হবে, আজ তা জানা যেতে পারে ৷ অন্যদিকে কমিশন শীর্ষ আদালতে যাওয়ায় ক্যাভিয়েট দাখিল করেছে সিপিএম-বিজেপি।
তিনদিন পর পঞ্চায়েত নির্বাচন ৷ ভোটের জন্য প্রস্তুত রাজ্য-কমিশন ৷ কিন্তু একদফার পঞ্চায়েত ভোটের ভবিষ্যত এখনও অন্ধকারেই ৷