আদালতের চোখে ‘ঠুলি’ পরাচ্ছে কমিশন, হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন

Last Updated:

পঞ্চায়েত ভোটের ভবিষ্যত ক্রমশ জটিল হচ্ছে ৷ ১৪ মে পঞ্চায়েত ভোট হবে কিনা ৷ সেটি জানা যাবে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে ৷ এমন একটা ইঙ্গিত ছিলই ৷

#কলকাতা: পঞ্চায়েত ভোটের ভবিষ্যত ক্রমশ জটিল হচ্ছে ৷ ১৪ মে পঞ্চায়েত ভোট হবে কিনা  সেটি জানা যাবে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে ৷ এমন একটা ইঙ্গিত ছিলই ৷ কিন্তু আজও স্পষ্ট হল না ভোটের তারিখ ৷ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে ফের ভর্ৎসনা হাইকোর্টের ৷
হাইকোর্টের এজলাসে বিচারপতি বিশ্বনাথ সম্মাদার নির্বাচন কমিশনকে তুলোধনা করেন ৷ বলেন,
আদালতের চোখে ঠুলি পরাচ্ছে কমিশন ৷ নিরাপত্তা নিয়ে অর্থবহ আলোচনার কথা ছিল ৷ সব দলের সঙ্গে অর্থবহ আলোচনার নির্দেশ ছিল ৷ স্পষ্ট নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ ৷ কিন্তু কোনও আলোচনা না করেই সিদ্ধান্ত নেয় কমিশন ৷
advertisement
advertisement
এরপরই অ্যাডিশনাল জেনারেলের কাছে প্রশ্ন তোলেন বিশ্বনাথ সম্মাদার ৷ বলেন,
সিদ্ধান্ত অর্থবহ হয়েছে কীভাবে বুঝল কমিশন ? এটা কি আদালতের চোখে ঠুলি পরানো নয় ? আলোচনা না করে কীভাবে ভোটের দিন ঘোষণা ?
advertisement
গত ২৮ এপ্রিল নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলির মধ্যে বৈঠক হয় ৷ বৈঠকের কার্যবিররণী জমার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে ৷ কাল সকাল সাড়ে ১০টায় কার্যবিররণী হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে পঞ্চায়েতের নিরাপত্তার মামলার শুনানি ছিল ৷ কিন্তু পঞ্চায়েত ভোটের বিবাদ গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি ৷ ফলে আজ হাইকোর্ট কি আদৌ রায় দেবে ? তা নিয়ে সংশয় ছিল ৷ সেই সংশয় কাটিয়ে ফের পঞ্চায়েত ভোটের দিন নিয়ে জটিলতা আরও বাড়ল ৷
advertisement
অন্যদিকে, সুপ্রিম কোর্টে ই-মনোনয়ন মামলার শুনানি আজ ৷ দুপুর দু’টোয় সুপ্রিম কোর্টে ই-মনোনয়ন মামলার শুনানি ৷ কলকাতা হাইকোর্ট ই-মনোনয়নের রায়কে মান্যতা দিয়েছে ৷ সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন ৷ কিন্তু শুরুতেই জোর ধাক্কা খেয়েছে কমিশন ৷ আবেদনপত্রে ধরা পড়ল একাধিক ভুল ৷ ফলে দ্রুত শুনানির জন্য আদালতে আবেদন জানাতে পারেনি কমিশন ৷ শুনানি কবে হবে, আজ তা জানা যেতে পারে ৷ অন্যদিকে কমিশন শীর্ষ আদালতে যাওয়ায় ক্যাভিয়েট দাখিল করেছে সিপিএম-বিজেপি।
advertisement
তিনদিন পর পঞ্চায়েত নির্বাচন ৷ ভোটের জন্য প্রস্তুত রাজ্য-কমিশন ৷ কিন্তু একদফার পঞ্চায়েত ভোটের ভবিষ্যত এখনও অন্ধকারেই ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আদালতের চোখে ‘ঠুলি’ পরাচ্ছে কমিশন, হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement