পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী ! কিন্তু নিরাপত্তা কি যথেষ্ট ? প্রশ্ন হাইকোর্টের

Last Updated:

১৪ মে কি পঞ্চায়েত ভোট হবে ? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ কিন্তু তার আগেই ই-মনোনয়ন নিয়ে হাইকোর্টে মান্যতা পেল সিপিএমের ই-মনোনয়নের আর্জি ৷

#কলকাতা: ১৪ মে কি পঞ্চায়েত ভোট হবে ? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ কিন্তু তার আগেই ই-মনোনয়ন নিয়ে হাইকোর্টে মান্যতা পেল সিপিএমের ই-মনোনয়নের আর্জি ৷ এর পাশাপাশি আজই পঞ্চায়েত ভোটের নিরাপত্তার ক্ষেত্রে হাইকোর্টে রিপোর্ট পেশ করে রাজ্য সরকার ৷ পঞ্চায়েত ভোটে রাজ্যে ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী দেবে রাজ্য সরকার ৷ কিন্তু সেই নিরাপত্তাও নাকি যথেষ্ট নয় বলে অ্যাডভোকেট জেনারেলকে জানাল ডিভিশন বেঞ্চ ৷
মঙ্গলবার ডিভিশন বেঞ্চকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে বলেন, রাজ্যে ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী আছে ৷ তার মধ্যে ৫০০ ইনস্পেক্টর ৷ এসআই ও এএসআই মিলিয়ে ১০ হাজার ৷ ভিনরাজ্যের ২ হাজার সশস্ত্র পুলিশ থাকবে ৷ ৮০ হাজার সিভিক ভলান্টিয়ার থাকবে ৷ প্রত্যেক বুথে ১ জন করে সশস্ত্র এবং ১ জন করে লাঠিধারী পুলিশ থাকবে ৷
advertisement
অপরদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চকে জানিয়েছেন, ‘পঞ্চায়েত ভোটে ৬১ হাজার সশস্ত্র বাহিনী ৷ ৬১ হাজার সশস্ত্র বাহিনী দেবে রাজ্য ৷ নিরাপত্তার প্রয়োজনীয়তা খতিয়ে দেখেছি ৷ নিরাপত্তায় এটা পর্যাপ্ত বলে মনে করি ৷’ এরপরই ডিভিশন বেঞ্চ জানায়, কমিশন যদি রাজ্য সরকারের বাহিনীর হিসেবে সন্তুষ্ট হয় ৷ তাহলে আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না ৷
advertisement
advertisement
‘৪৭হাজার ১০০ বুথ, ৭১ হাজার ৫০০ পুলিশের ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু এই নিরাপত্তা কি যথেষ্ট ? প্রশ্ন করেন বিচারপতি ৷ এরপরই অ্যাডভোকেট জেনারেল বলেন, ভোটের সুরক্ষার বিষয়টি রাজ্য-নির্বাচন কমিশনের বিষয় ৷ কিন্তু বুথ পিছু একজন সশস্ত্র পুলিশ ও এক জন লাঠিধারী পুলিশ দেওয়ার প্রশ্নেই আটকে রইল পঞ্চায়েত ভোট নিয়ে আদালতের রায় ৷ বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী ! কিন্তু নিরাপত্তা কি যথেষ্ট ? প্রশ্ন হাইকোর্টের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement