পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী ! কিন্তু নিরাপত্তা কি যথেষ্ট ? প্রশ্ন হাইকোর্টের

Last Updated:

১৪ মে কি পঞ্চায়েত ভোট হবে ? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ কিন্তু তার আগেই ই-মনোনয়ন নিয়ে হাইকোর্টে মান্যতা পেল সিপিএমের ই-মনোনয়নের আর্জি ৷

#কলকাতা: ১৪ মে কি পঞ্চায়েত ভোট হবে ? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা ৷ কিন্তু তার আগেই ই-মনোনয়ন নিয়ে হাইকোর্টে মান্যতা পেল সিপিএমের ই-মনোনয়নের আর্জি ৷ এর পাশাপাশি আজই পঞ্চায়েত ভোটের নিরাপত্তার ক্ষেত্রে হাইকোর্টে রিপোর্ট পেশ করে রাজ্য সরকার ৷ পঞ্চায়েত ভোটে রাজ্যে ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী দেবে রাজ্য সরকার ৷ কিন্তু সেই নিরাপত্তাও নাকি যথেষ্ট নয় বলে অ্যাডভোকেট জেনারেলকে জানাল ডিভিশন বেঞ্চ ৷
মঙ্গলবার ডিভিশন বেঞ্চকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে বলেন, রাজ্যে ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী আছে ৷ তার মধ্যে ৫০০ ইনস্পেক্টর ৷ এসআই ও এএসআই মিলিয়ে ১০ হাজার ৷ ভিনরাজ্যের ২ হাজার সশস্ত্র পুলিশ থাকবে ৷ ৮০ হাজার সিভিক ভলান্টিয়ার থাকবে ৷ প্রত্যেক বুথে ১ জন করে সশস্ত্র এবং ১ জন করে লাঠিধারী পুলিশ থাকবে ৷
advertisement
অপরদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চকে জানিয়েছেন, ‘পঞ্চায়েত ভোটে ৬১ হাজার সশস্ত্র বাহিনী ৷ ৬১ হাজার সশস্ত্র বাহিনী দেবে রাজ্য ৷ নিরাপত্তার প্রয়োজনীয়তা খতিয়ে দেখেছি ৷ নিরাপত্তায় এটা পর্যাপ্ত বলে মনে করি ৷’ এরপরই ডিভিশন বেঞ্চ জানায়, কমিশন যদি রাজ্য সরকারের বাহিনীর হিসেবে সন্তুষ্ট হয় ৷ তাহলে আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না ৷
advertisement
advertisement
‘৪৭হাজার ১০০ বুথ, ৭১ হাজার ৫০০ পুলিশের ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু এই নিরাপত্তা কি যথেষ্ট ? প্রশ্ন করেন বিচারপতি ৷ এরপরই অ্যাডভোকেট জেনারেল বলেন, ভোটের সুরক্ষার বিষয়টি রাজ্য-নির্বাচন কমিশনের বিষয় ৷ কিন্তু বুথ পিছু একজন সশস্ত্র পুলিশ ও এক জন লাঠিধারী পুলিশ দেওয়ার প্রশ্নেই আটকে রইল পঞ্চায়েত ভোট নিয়ে আদালতের রায় ৷ বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় ৭১ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী ! কিন্তু নিরাপত্তা কি যথেষ্ট ? প্রশ্ন হাইকোর্টের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement