High Court: সাতসকালে হাইকোর্টের গেটের সামনে কেরোসিন ঢেলে গায়ে আগুন দুই মহিলার, জানা গেল নেপথ্যের কারণ!
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Susmita Mondal
Last Updated:
High Court: সাত সকালেই হাইকোর্টের গেটের সামনে বিচারপ্রার্থীদের আত্মহত্যার চেষ্টা। গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার। পুলিশের তৎপরতায় আত্মহত্যা থেকে বিরত থাকে ওই দুই মহিলা।
কলকাতাঃ সাত সকালেই হাইকোর্টের গেটের সামনে বিচারপ্রার্থীদের আত্মহত্যার চেষ্টা। গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার। পুলিশের তৎপরতায় আত্মহত্যা থেকে বিরত থাকে ওই দুই মহিলা।
দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। এর জন্ম ২০১৭ সালে। ২০২৫ সালে নির্বাচন হয় এই কো-অপরেটিভ এর। সেখানে নাম বাদ যায় কিছু সদস্যের।(যারা আত্মহত্যার পথ বেচেছে)কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশ এর নির্দেশ দিলেও কো অপারেটিভ সেটা করেনি।
আরও পড়ুনঃ হাতে মাত্র ২ মাস, রাস্তা থেকে তুলে নিতে হবে সব কুকুর, বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কারণটা কী?
এছাড়াও অভিযোগ ওই কো-অপারেটিভ দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করেছে কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না।তাই আত্মহত্যার পথ বেচেছে এই দুই সদস্য । ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট-এর পক্ষ থেকে। এখনো পর্যন্ত ইমারজেন্সিতেই রয়েছেন পূর্ণিমা হালদার। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এসেছেন এসএসকেএম হাসপাতালে।
advertisement
advertisement
এছাড়াও অভিযোগ ওই কো-অপারেটিভ দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করেছে কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না। তাই আত্মহত্যার পথ বেচেছে এই দুই সদস্য।জানায় তাঁরা। তাঁদের পুলিশ নিয়ে যায় এসএসকেএম এবং পরে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 1:04 PM IST

