High Court || হাইকোর্টে স্বস্তি সৈকত মৈত্রের, অপসারণের সিদ্ধান্ত খারিজ করল আদালত
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
High Court || অপসারণের সিদ্ধান্ত খারিজ করল আদালত। পাশাপাশি তিন সপ্তাহের মধ্যে তাঁকে পুনরায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
#কলকাতা: হাইকোর্টে হার বিশ্ববিদ্যালয়ের৷ অবশেষে স্বস্তি পেলেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্রাক্তন উপাচার্য সৈকত মৈত্র। অপসারণের সিদ্ধান্ত খারিজ করল আদালত। পাশাপাশি তিন সপ্তাহের মধ্যে তাঁকে পুনরায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
গত চার বছর ধরে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন সৈকত মৈত্র। গত বছর ওই পদেই তাঁর মেয়াদ বাড়ানো হয়। ২৯ শে জুলাই অপসারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। তবে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, নতুন উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা স্থগিত থাকবে। পাশাপাশি পুরনো উপাচার্যকে কেন অপসারিত করা হল, তাও আদালতে জানাতে হবে রাজ্যকে।
advertisement
বুধবার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই নিয়োগ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2022 11:58 AM IST