সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় নয়া মোড়! সিবিআইকে SIT গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
সন্দেশখালিতে ২০১৯ সালে তিন বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর তদারকি করবেন। রাজ্য পুলিশকে সমস্ত নথি হস্তান্তর করতে বলা হয়েছে।
২০১৯ সালে সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় সিবিআইকে SIT গঠন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, তদন্তের তদারকির দায়িত্ব থাকবে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের হাতে। পাশাপাশি, রাজ্য পুলিশকে দ্রুত মামলার সমস্ত নথি ও কেস ডায়েরি সিবিআইয়ের কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিম্ন আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। দুপুর ২ টোয় সন্দেশখালি মামলারে রায়। ২০১৯ সালে ২ বিজেপি কর্মী খুন ও এক কর্মীর নিখোঁজে সিবিআই তদন্ত চেয়ে মামলা করে পরিবারগুলি। আজ রায় ঘোষণা করবেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিবিআই SIT গড়ে তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত’র৷ ২০১৯ সন্দেশখালি ২ বিজেপি কর্মী খুনে সিবিআই সিট তদন্তের নির্দেশ। জয়েন্ট ডিরেক্টর সিবিআই নজরদারিতে হবে তদন্ত। দ্রুত মামলার যাবতীয় নথি কেস ডায়েরি-সহ হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশকে।
advertisement
advertisement
নিম্ন আদালতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তদন্তে৷ অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। ২০১৯ সালের ৬ জুন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে হত্যা করা হয়। ২ জনের দেহ পাওয়া গেলেও, ১ জনের দেহ পাওয়া যায়নি৷ ওই ঘটনায় চার্জশিটে নাম ছিল শাহজাহানের। কিন্তু পরে সিআইডি তদন্ত করে চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেয়। এখানেই শেষ নয়। ২০২২ সালে দ্বিতীয় খুনের ঘটনাতেও শাহজাহানের নাম চার্জশিটে হয়েছিল। কিন্তু সেবারও তাঁকে জামিন দেওয়া হয়।
advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালের ৮ জুন উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে খুন হন তিন বিজেপি কর্মী—প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। ঘটনাস্থলে ২ জনের দেহ উদ্ধার হলেও, আজও খুঁজে পাওয়া যায়নি দেবদাস মণ্ডলের দেহ।
এই খুনের মামলায় প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল শাহজাহান শেখের। তবে সিআইডি তদন্ত করে পরবর্তী চার্জশিটে তাঁর নাম বাদ দেয়। এখানেই শেষ নয়—২০২২ সালে আরেকটি খুনের ঘটনায় ফের চার্জশিটে শাহজাহানের নাম থাকলেও, সেই সময়েও তিনি জামিন পেয়ে যান।
advertisement
সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্ট চত্বরে নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল বলেন, “ঘটনার সঠিক তদন্ত হোক। শাহজাহানের মতো অপরাধীরা শাস্তি পাক। দেবদাস মণ্ডলের দেহ উদ্ধার করুক সিবিআই।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 2:52 PM IST