#কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগে সুখবর। উচ্চপ্রাথমিকে মেধা তালিকার প্রকাশের অনুমতি হাইকোর্টের। সাত দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ। মেধা তালিকায় থাকতে হবে টেটের প্রাপ্ত নম্বর। শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরও থাকতে হবে মেধাতালিকায়। প্রশিক্ষণে প্রাপ্ত নম্বরও রাখতে হবে মেধাতালিকায়। মেধাতালিকায় রাখতে হবে ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর। মেধাতালিকায় অনিয়ম থাকলে কমিশনে লিখিত অভিযোগ জানানোর নির্দেশ মামলাকারীদের।
সূত্রের খবর বৃহস্পতিবার মেধাতালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন ৷ ১৪ হাজার ৩৩৯ শূন্যপদের মেধাতালিকা প্রকাশ করা হবে বলে খবর ৷ হাইকোর্টের নির্দেশের পর তৎপরতা এসএসসির ৷ বৈঠকের পরই দিন ঘোষণা করবে স্কুল সার্ভিস কমিশন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, Prathamik Siksha Parsad, Primary Tecahers, Teachers Appointment, Upper Primary Teachers, Upper Primary Teachers Appointment