#কলকাতা: কাজ শুরু করল স্বাস্থ্য কমিশন। বুধবারই প্রথম বৈঠকে বসেন কমিশনের সদস্যরা। বিবাদি বাগে কমিশনের নতুন অফিস তৈরি হবে। শুধু কলকাতা নয়, জেলা থেকেও কমিশনে অভিযোগ জানানো যাবে। ওয়েবসাইট ও মেলের পাশাপাশি ফোনেও অভিযোগ জানানোর ব্যবস্থা থাকছে।
চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে কাজ শুরু করল স্বাস্থ্য কমিশন। বুধবার প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন কমিশনের সদস্যরা। চেয়ারম্যান অসীমকুমার রায় বৈঠকে উপস্থিত ছিলেন না। ডেপুটি চেয়ারম্যান অনিল ভার্মার নেতৃত্বে বৈঠক হয়। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কমিশন খতিয়ে দেখবে। চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেডিক্যাল কাউন্সিলে পাঠানো হবে বলে জানিয়েছেন অনিল ভার্মা।
বিবাদি বাগের স্ট্যান্ডার্ড ইনসিউরেন্স বিল্ডিংয়ে কমিশনের নতুন অফিস তৈরি হবে। ৩২, বিবাদি বাগ, কলকাতা-৭০০০০১। টেলিফোন ভবনের উল্টো দিকের এই অফিসে গিয়ে সরাসরি অভিযোগ জানানো যাবে। কলকাতার পাশাপাশি জেলা থেকেও কমিশনে অভিযোগ জানানো যাবে।
হেল্থ কমিশনে অভিযোগ - ফোন করে অভিযোগ করা যাবে - কমিশনের নিজস্ব ওয়েবসাইটে অভিযোগ - মেল ও চিঠি লিখেও অভিযোগ দায়ের করা যাবে
অ্যাপোলো-সহ অন্য হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খুব শীগ্রই কমিশন খতিয়ে দেখবে বলে জানিয়েছেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।