চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে বদ্ধপরিকর স্বাস্থ্য কমিশন, ওয়েবসাইট ও মেলের পাশাপাশি ফোনেও জানানো যাবে অভিযোগ

Last Updated:

কাজ শুরু করল স্বাস্থ্য কমিশন। বুধবারই প্রথম বৈঠকে বসেন কমিশনের সদস্যরা।

#কলকাতা: কাজ শুরু করল স্বাস্থ্য কমিশন। বুধবারই প্রথম বৈঠকে বসেন কমিশনের সদস্যরা। বিবাদি বাগে কমিশনের নতুন অফিস তৈরি হবে। শুধু কলকাতা নয়, জেলা থেকেও কমিশনে অভিযোগ জানানো যাবে। ওয়েবসাইট ও মেলের পাশাপাশি ফোনেও অভিযোগ জানানোর ব্যবস্থা থাকছে।
চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে কাজ শুরু করল স্বাস্থ্য কমিশন। বুধবার প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন কমিশনের সদস্যরা। চেয়ারম্যান অসীমকুমার রায় বৈঠকে উপস্থিত ছিলেন না। ডেপুটি চেয়ারম্যান অনিল ভার্মার নেতৃত্বে বৈঠক হয়। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কমিশন খতিয়ে দেখবে। চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেডিক্যাল কাউন্সিলে পাঠানো হবে বলে জানিয়েছেন অনিল ভার্মা।
advertisement
1
advertisement
বিবাদি বাগের স্ট্যান্ডার্ড ইনসিউরেন্স বিল্ডিংয়ে কমিশনের নতুন অফিস তৈরি হবে। ৩২, বিবাদি বাগ, কলকাতা-৭০০০০১। টেলিফোন ভবনের উল্টো দিকের এই অফিসে গিয়ে সরাসরি অভিযোগ জানানো যাবে।
কলকাতার পাশাপাশি জেলা থেকেও কমিশনে অভিযোগ জানানো যাবে।
হেল্থ কমিশনে অভিযোগ
- ফোন করে অভিযোগ করা যাবে
advertisement
- কমিশনের নিজস্ব ওয়েবসাইটে অভিযোগ
- মেল ও চিঠি লিখেও অভিযোগ দায়ের করা যাবে
অ্যাপোলো-সহ অন্য হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খুব শীগ্রই কমিশন খতিয়ে দেখবে বলে জানিয়েছেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম ঠেকাতে বদ্ধপরিকর স্বাস্থ্য কমিশন, ওয়েবসাইট ও মেলের পাশাপাশি ফোনেও জানানো যাবে অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement