#কলকাতা: ট্যুইটের জবাব এবার ট্যুইটে। প্রতিদিন সকাল থেকেই ট্যুইট করে একাধিক বিষয় জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। এর মধ্যে গত কয়েকদিন ধরেই রাজ্যপাল ট্যুইট করে চলেছে রাজ্যের রেশনিং ব্যাবস্থা নিয়ে। কেন্দ্রের থেকে প্রাপ্ত চাল, ডাল নিয়েও তিনি একাধিক তথ্য ট্যুইট করেছেন। রাজ্যপালের সেই ট্যুইটের জবাব এবার ট্যুইটের মাধ্যমেই দেওয়ার সিদ্ধান্ত নিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তৃণমূলের একাধিক নেতা ট্যুইট ব্যবহার করেন। মুখ্যমন্ত্রী একাধিক বিষয় ট্যুইটে পোস্ট করেন। ডেরেক ও ব্রায়ান, অভিষেক ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ ব্যানার্জি, ফিরহাদ হাকিম বা শিক্ষামন্ত্রী পাথ চ্যাটার্জি ট্যুইটারে স্বচ্ছন্দ। ইদানিংকালে তারা নানা বিষয়ে এই সামাজিক মাধ্যমে নানা সমসাময়িক বিষয় সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করেন। এবার এই দলে নাম লেখালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ২০১৯ সালের আগস্ট মাসে @JyotipriyaMLA নামে একটা ট্যুইটার হ্যান্ডেল খুললেও সেটার ব্যবহার খুব একটা ছিল না। তবে লকডাউন পরিস্থিতিতে যে ভাবে প্রতিদিন রাজ্যপাল সহ বিরোধীরা তার দফতর নিয়ে প্রশ্ন তুলে চলেছেন তাতে তার জবাব তিনি এবার ট্যুইট মারফত দেবেন বলেই ঠিক করেছেন। তাই ট্যুইটারেই ডাল নিয়ে রাজ্যপালের অভিযোগ ওড়ালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
My letter to the Governor @jdhankhar1. Dear sir, please have a look on facts and stop spreading misinformation about food distribution system. pic.twitter.com/F9sDZpQF1b
— JYOTIPRIYA MALLICK (@JyotipriyaMLA) May 14, 2020
অন্যদিকে, রেশনে কালোবাজারি করা বা যথাযথ সামগ্রী না দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রায় ৩৫ রেশন ডিলারকে গ্রেফতার করা হয়েছে। গন্ডগোল পাকানোর দায়ে গ্রেফতার করা হয়েছে ৬০ জনকে। ইতিমধ্যেই শো-কজ করা হয়েছে প্রায় ৪৫০ জনকে। সাসপেন্ড করা হয়েছে প্রায় ৭৫ জনকে। জরিমানা করা হয়েছে প্রায় ৫৫ জনকে। সবচেয়ে বেশি শো-কজের ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণায়। এরপর দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া ও মুশিদাবাদে। সবচেয়ে বেশি সাসপেন্ড হয়েছে পশ্চিম মেদিনীপুরে, এছাড়া হয়েছে নদীয়াতেও। তবে জরিমানা বেশি হয়েছে আলিপুরদুয়ারে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, "কাউকে ছাড় দেওয়া হবে না। ব্যবস্থা নেওয়া হবে যদি কোনও কারচুপি ধরা পড়ে।" তবে এই সমস্ত কিছুর জবাব সকলের কাছে পৌছে দিতে তিনি বেছে নিলেন সেই ট্যুইটার হ্যান্ডেলকেই।
ABIR GHOSHAL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Governor, Jagdeep Dhankhar, Jyotipriyo Mullick, Ration distribution