কাঠুয়ার শিশুর সঙ্গে এবার নিজের তুলনা টানলেন হাসিন
Last Updated:
কাশ্মীরের কাঠুয়া কাণ্ড নিয়ে এখন গোটা দেশ তোলপাড় ৷
#কলকাতা: কাশ্মীরের কাঠুয়া কাণ্ড নিয়ে এখন গোটা দেশ তোলপাড় ৷ নির্যাতিতা শিশুর অপরাধীদের যাতে যথাযথ শাস্তি হয়, তা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম সর্বত্রই লেখালেখি চলছে ৷ এরই মধ্যে আবার কাঠুয়া কাণ্ড নিয়ে মুখ খুললেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানও ৷ কাঠুয়ার নির্যাতিতা কিশোরীর সঙ্গে নিজের তুলনা টানলেন তিনি ৷
কলকাতায় কাঠুয়া-কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিলে হেঁটেছিলেন হাসিন জাহানও ৷ সেখানেই তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘‘ যারা দোষ করেছে তাঁদের চরম শাস্তি দেওয়া উচিৎ। আমিও এই একই ধরনের নৃশংসতার শিকার। তা সত্ত্বেও কিন্তু আমি মারা যাইনি। আমাকেও ধর্ষণ করে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল।’’
সমাজে মহিলাদের অত্যাচার নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় পোস্ট করছেন হাসিন ৷ এবার কাঠুয়া কাণ্ডের সঙ্গে নিজের তুলনা টানলেন শামি পত্নী ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2018 3:36 PM IST