টাকা কমে আসছিল...তাই কলকাতায় ফিরতেই হল! সেই সুযোগটাই কাজে লাগাল পুলিশ...হরিদেবপুরে গণধর্ষণে ধৃত এক অভিযুক্ত

Last Updated:

বুধবার বর্ধমান স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, পকেটে টান পড়তেই টাকা নিতে কলকাতা ফেরার পথে পুলিশের জালে চন্দন, অপর সঙ্গী দেবাংশু নেমে গিয়েছিলেন বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে। টাকা নিয়ে শান্তিনিকেতন ফেরার পরিকল্পনা ছিল চন্দনের, আর সেখানে ফেরার পথেই গ্রেফতার হয় এই অভিযুক্ত। পুলিশের হাতে ধরা পড়ার পর এমনটাই দাবি ধৃতের।

বর্ধমান থেকে গ্রেফতার অভিযুক্ত
বর্ধমান থেকে গ্রেফতার অভিযুক্ত
কলকাতা: হরিদেবপুরের জন্মদিনের পার্টিতে গণধর্ষণের ঘটনায় এবার গ্রেফতার করা হল এক অভিযুক্তকে। বুধবার বর্ধমান স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, পকেটে টান পড়তেই টাকা নিতে কলকাতা ফেরার পথে পুলিশের জালে চন্দন, অপর সঙ্গী দেবাংশু নেমে গিয়েছিলেন বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে। টাকা নিয়ে শান্তিনিকেতন ফেরার পরিকল্পনা ছিল চন্দনের, আর সেখানে ফেরার পথেই গ্রেফতার হয় এই অভিযুক্ত। পুলিশের হাতে ধরা পড়ার পর এমনটাই দাবি ধৃতের।
আরও পড়ুন: রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের ‘গেঁড়োয়’ আটকে বঙ্গ বিজেপি
পুলিশ সূত্রে খবর, অপরাধ করে চন্দন ও দেবাংশু প্রথমে পরিকল্পনা করেছিলেন উত্তর ২৪ পরগনায় দেবাংশুর এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেবেন।
আরও পড়ুন: উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
পরিকল্পনা মাফিক রিজেন্ট পার্ক থেকে বেরিয়ে পৌঁছে গিয়েছিলেন বাঘাযতীন স্টেশনে। সেখান থেকে ট্রেনে শিয়ালদহ হয়ে পৌঁছে গিয়েছিলেন গুমা। ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে, আত্মীয়র বাড়িতে পৌঁছেও লাভ হয়নি। আশ্রয় মেলেনি সেখানে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
টাকা কমে আসছিল...তাই কলকাতায় ফিরতেই হল! সেই সুযোগটাই কাজে লাগাল পুলিশ...হরিদেবপুরে গণধর্ষণে ধৃত এক অভিযুক্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement