রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

Last Updated:

Bengal BJP: বঙ্গ বিজেপির রাজ্য কমিটি তৈরি নিয়ে শুরু হয়েছে টালবাহানা। সূত্রের খবর, এক ব্যক্তি এক পদের টানাপোড়েনেই আটকে রয়েছে রাজ্য কমিটি গঠনের কাজ। সূত্রের খবর অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা দেখা যাচ্ছে।

বঙ্গ বিজেপির রাজ্য কমিটি
বঙ্গ বিজেপির রাজ্য কমিটি
কলকাতা: বঙ্গ বিজেপির রাজ্য কমিটি তৈরি নিয়ে শুরু হয়েছে টালবাহানা। সূত্রের খবর, এক ব্যক্তি এক পদের টানাপোড়েনেই আটকে রয়েছে রাজ্য কমিটি গঠনের কাজ। সূত্রের খবর অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা দেখা যাচ্ছে।
তবে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় প্রধান পর্যবেক্ষক সুনীল বানসালের মতে যাঁরা নির্বাচনে প্রার্থী হবেন তাঁদের সংগঠনিক পদে রাখা যাবে না। শমীক ভট্টাচার্যও এই বক্তব্যে সায় দিয়েছেন । আর এই টানাপোড়নের কারণেই আটকে রাজ্য কমিটি গঠন ও ঘোষণার কাজ।
advertisement
advertisement
তবে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা বলছেন, অতি দ্রুত হবে কমিটি ঘোষণা। রাজ্য বিজেপির কোনও নেতা সামনে এসে এই বিষয়ে মুখ না খুললেও সূত্রের খবর, সুনীল বনশল যা চাইছেন, তাতেই এই জটিলতা তৈরি হয়েছে।
advertisement
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এ রাজ্যের বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল চাইছেন, যাঁরা সংগঠনের পদে থাকবেন, তাঁরা কেউ ভোটে লড়বেন না। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি-সহ বিভিন্ন পদ থেকে। রাজ্য পর্যায়েও সেই পথেই হাঁটতে চান বনশল। একই মত রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যেরও। সেখানেই জট বেঁধেছে কমিটি গঠনে।
advertisement
সূত্রের খবর, সংগঠনের পদ পাওয়ার তুলনায় ভোটে লড়ার আগ্রহই বেশি বেশিরভাগ বঙ্গ বিজেপির নেতা-কর্মীর। অনেকে চাইছেন, সংগঠনে থাকলেও ভোটে লড়তে দেওয়া হোক তাঁদের। এদিকে, বনশলদের যুক্তি, বিধানসভা ভোট আর বেশিদিন বাকি নেই, ফলে ভোটের অনেক কাজ থাকে সংগঠনের পদাধিকারীর। তাঁর পক্ষে সেই সব কাজ সামলে নিজের কেন্দ্রে সময় দেওয়া বেশ কঠিন হবে। তাই পদাধিকারী আর প্রার্থী আলাদা হওয়া উচিত বলে মনে করেন তাঁরা।
advertisement
এছাড়া আরও একটি যুক্তি হল, এত মানুষ এখন বিজেপির সঙ্গে রয়েছেন যে ফলে সবাইকে প্রাপ্য মর্যাদার সঙ্গে সুযোগ করে দিতে হবে। এক ব্যক্তিকে দুটি ক্ষেত্রে ব্যবহার করা হলে অনেক যোগ্য ব্যক্তিকে বাইরে রাখতে হবে বলেই মনে করছে শীর্ষ নেতৃত্ব।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement