অবৈধ পুলকার বাজেয়াপ্ত করতে গিয়ে অভিভাবকদেরই প্রতিবাদের সামনে পরিবহণ দফতরের কর্মীরা

Last Updated:
#কলকাতা: যাঁদের জন্য অভিযান, বাধা এল তাঁদের দিক থেকেই। অবৈধ পুলকার বাজেয়াপ্ত করতে গিয়ে অভিভাবকদের বাধার মুখে পড়লেন পরিবহণ দফতরের কর্মীরা। অভিভাবকদের সাফ কথা, বিকল্প ব্যবস্থা না করে পুলকার বাজেয়াপ্ত করা যাবে না। চিৎপুর রোডে সিগন্যাল পোস্টে বেপরোয়া স্কুল বাসের ধাক্কা। আট পড়ুয়া সহ জখম চোদ্দ।
বুধবার অভিযানে নেমে বৈধ কাগজপত্র না থাকায় বেশ কয়েকটি পুলকার বাজেয়াপ্ত করতে যান পরিবহণ দফতরের আধিকারিকরা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।
প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি স্কুলের সামনে বেশ কয়েকটি পুলকারের কোনও নথি মেলেনি।
advertisement
দুটি পুলকার বাজেয়াপ্ত করা হলে পুলকার মালিকের সঙ্গে শুরু হয় বচসা। বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরাও।
advertisement
পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থা করার পরেই বাজেয়াপ্ত পুলকারগুলি নিয়ে যায় পরিবহণ দফতর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
অবৈধ পুলকার বাজেয়াপ্ত করতে গিয়ে অভিভাবকদেরই প্রতিবাদের সামনে পরিবহণ দফতরের কর্মীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement