Fire Brigade: রাজ্য সরকারের বিরাট উদ্যোগ! দমকলের জন্য গ্রিন করিডোর, থাকবে জিপিএস, রিয়েল টাইম মনিটরিং

Last Updated:

কলকাতা ও আশপাশে দমকল গাড়ির জন্য ‘গ্রিন করিডর’ তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার. মন্ত্রী সুজিত বসু জানান, জিপিএস ট্র্যাকার ও আধুনিক কন্ট্রোল রুম থাকবে।

দমকলের জন্য গ্রীন করিডোর, থাকবে জিপিএস, রিয়েল টাইম মনিটরিং 
দমকলের জন্য গ্রীন করিডোর, থাকবে জিপিএস, রিয়েল টাইম মনিটরিং 
কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের উদ্যোগে এবার কলকাতা ও আশপাশের অঞ্চলে দমকল গাড়ির জন্য তৈরি হতে চলেছে বিশেষ ‘গ্রিন করিডর’। সম্প্রতি একাধিক বড় অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাজ্যের অগ্নিনির্বাপন ও আপৎকালীন পরিষেবা দফতরের মন্ত্রী সুজিত বসু।
শুক্রবার কলকাতা পুলিশের সঙ্গে বৈঠকে মন্ত্রী বলেন, “কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, বিধাননগর কমিশনারেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে দমকলের গাড়ি যাতে দ্রুত পৌঁছাতে পারে, তার জন্য গ্রিন করিডর চালু করা হবে। পাশাপশি প্রতিটি গাড়িতে সংযোজন হতে চলেছে জিপিএস ট্র্যাকার এবং থাকবে একটি আধুনিক কন্ট্রোল রুম, যা রিয়েল-টাইমে ফায়ার টেন্ডারগুলির দিকে নজর রাখবে।”
advertisement
প্রধান উদ্যোগসমূহ:
গ্রিন করিডর: অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর জরুরি পরিস্থিতিতে রাস্তায় দমকল গাড়ির চলাচলে যাতে কোনও বাধা না হয়, পুলিশ আগেভাগেই ট্রাফিক ক্লিয়ার করবে।
advertisement
জিপিএস ট্র্যাকিং: প্রতিটি দমকল গাড়িতে বসানো হবে জিপিএস ডিভাইস। কোন গাড়ি কোথায় রয়েছে, কোন পথে যাচ্ছে – সব তথ্য থাকবে কন্ট্রোল রুমের কাছে।
একক কন্ট্রোল রুম: দমকল ও পুলিশের মধ্যে সমন্বয়ের জন্য গড়ে তোলা হবে একটি অভিন্ন কন্ট্রোল রুম। SOS পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্দেশ যাবে সংশ্লিষ্ট বিভাগে।
নতুন দমকল কেন্দ্র: ২৫টি নতুন ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে বৈঠক থেকে।
advertisement
সম্প্রতি কলকাতার খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায় এবং মেছুয়ার হোটেলে আগুনে মৃত্যু হয় ১৪ জনের। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার সরকারের নজর দ্রুত সাড়া ও প্রযুক্তিনির্ভর সমন্বয় ব্যবস্থার দিকে। এই উদ্যোগ নাগরিক নিরাপত্তায় এক নতুন দিশা দেখাবে বলেই আশাবাদী প্রশাসন। প্রসঙ্গত খিদিরপুর এবং মেছুয়ার ঘটনায় দমকলের দেরিতে পৌঁছানোর অভিযোগ ওঠে। পৌঁছেও সমন্বয়ের সঠিক অভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেকটা বৃদ্ধি পায়। সেই ঘটনাগুলি থেকেই শিক্ষা নিয়ে অদূর ভবিষ্যতে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেই কারণেই এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fire Brigade: রাজ্য সরকারের বিরাট উদ্যোগ! দমকলের জন্য গ্রিন করিডোর, থাকবে জিপিএস, রিয়েল টাইম মনিটরিং
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement