রবীন্দ্র সরোবরে জগিং করলেন ধনখড়, প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে মজলেন সেলফিতে

Last Updated:

সরোবরের মাঠে জগদীপ ধনখড়ের পায়ে পায়ে বল গড়াল। সবশেষে লেক কালীবাড়িতে পুজো দেন সস্ত্রীক রাজ্যপাল।

#কলকাতা: সাতসকালেই জনসংযোগে রাজ্যপাল। রবীন্দ্র সরোবরে হাঁটলেন, জগিং করলেন। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে মজলেন সেলফিতে। সরোবরের মাঠে জগদীপ ধনখড়ের পায়ে পায়ে বল গড়াল। সবশেষে লেক কালীবাড়িতে পুজো দেন সস্ত্রীক রাজ্যপাল।
কলকাতায় ঠান্ডার আমেজ। ভোরে শীত শীত ভাব। রবীন্দ্র সরোবর তখন মর্নিং ওয়াকে চনমনে। হঠাৎ রবীন্দ্র সরোবরের সকালটা অন্যরকম। হাজির রাজ্যপাল জগদীপ ধনখড়। সঙ্গে স্ত্রী।
মর্নিং ওয়াকের পোশাকে বাকিদের সঙ্গে মিশে গেলেন তিনিও। মাঝেমধ্যে জোরে জোরে হাঁটা। কখনও আবার জগিং ৷ সঙ্গে হালকা চালে সবার সঙ্গে কথা। হাত মিলিয়ে জনসংযোগ। মুঠোফোনে মুহূর্ত বন্দি হল এক ক্লিকে। সেলফি আর আড্ডায়।
advertisement
advertisement
রাস্তা এগোল সরোবরের মাঠে। সবুজ ঘাসে রাজ্যপালও তরুণ। ফুটবলে কিক। লেকের ধারে দাঁড়িয়ে খানিক বিশ্রাম। সবশেষে লেক কালীবাড়িতে পুজো দেন সস্ত্রীক রাজ্যপাল। জনসংযোগ বাড়াতে রাজভবন ছেড়ে কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন জগদীপ ধনখড়। এদিনও ভোর থেকেই সরোবরে কথায় কথায় জনসংযোগ বাড়ানোই ছিল লক্ষ্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রবীন্দ্র সরোবরে জগিং করলেন ধনখড়, প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে মজলেন সেলফিতে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement