International Yoga Day 2023: যোগ দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় মন্তব্য রাজ্যপালের 

Last Updated:

International Yoga Day 2023: ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা নিয়ে দিনভর খবরের শিরোনামে ছিলেন রাজ ভবন এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর ঠিক পরের দিনই সমস্ত বিতর্ককে দূরে রেখে একেবারে অন্য মেজাজে দেখা যায় রাজ্যের সাংবিধানিক প্রধানকে।

কলকাতা: বুধবার ছিল নবম আন্তর্জাতিক যোগ দিবস। গোটা দেশের পাশাপাশি উদযাপনের ছবি দেখা গেল পশ্চিমবঙ্গেও। মঙ্গলবার রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের বিতর্ককে দূরে সরিয়ে, বুধবার সকালে রাজ ভবনের মাঠে খোলা আকাশের নীচে যোগাভ্যাস করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পিছু ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে তাঁর নজর আছে, তা জানান দিতে ভোলেননি রাজ্যের সাংবিধানিক প্রধান।
এদিন রাজভবনের ভেতরের বাগানে সাদা পোশাকে দেখা গেল সি ভি আনন্দ বোসকে। তাঁর সঙ্গে বহু সাধারণ মানুষ থেকে আরম্ভ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের যোগ দিবসে অংশ নিতেও দেখা যায়। মঙ্গলবার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা নিয়ে দিনভর খবরের শিরোনামে ছিলেন রাজ ভবন এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর ঠিক পরের দিনই সমস্ত বিতর্ককে দূরে রেখে একেবারে অন্য মেজাজে দেখা যায় রাজ্যের সাংবিধানিক প্রধানকে।
advertisement
advertisement
এদিন সকাল ৬:৪৫ নাগাদ রাজভবনে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন যোগ সংক্রান্ত এক প্রদর্শনীর। প্রদর্শনী ঘুরেও দেখেন সি ভি আনন্দ বোস। এরপরই রাজভবনের ভেতরের মাঠে যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখানে যোগের উপকারিতা সংক্রান্ত একটি নাটকের শেষে রাজ্যপালকে যোগ করতে দেখা যায়। যোগাসন বিশেষজ্ঞর পরামর্শ মতো তিনি বেশ খানিকক্ষণ সময় যোগব্যায়াম করেন।
advertisement
এরপর সেখান থেকে সরাসরি রানী রাসমনি রোডের যোগ সংক্রান্ত আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখান থেকে তিনি চলে আসেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এখানে রাজ্যপালকে যোগাভ্যাস করতে দেখা না গেলও তিনি যোগাভ্যাসের উপকারিতা সংক্রান্ত বিষয় বিশদে এক ভাষণ রাখেন সেখানে উপস্থিত অতিথিদের জন্য।
advertisement
এদিন সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে যোগ দিবসের অনুষ্ঠান শেষে তাঁকে জেলা পিছু এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সি ভি আনন্দ বোস পূর্ণাঙ্গ বিষয়ে নজর রাখা হচ্ছে বলেই জানান।
বাংলা খবর/ খবর/কলকাতা/
International Yoga Day 2023: যোগ দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় মন্তব্য রাজ্যপালের 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement