Susovan Bhattacharjee
#কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বাতিলকে কেন্দ্র করে রীতিমতো কড়া ভাষায় জবাব দিলেন রাজ্যপাল জগদীশ ধনখড় ৷ রাজ্যের শিক্ষা ব্যাবস্থায় জরুরি অবস্থা জারি হয়েছে বলে বর্ণনা করলেন তিনি। চ্যালেঞ্জ ছুড়ে তাঁর স্পষ্ট মন্তব্য, আচার্যের অনুমতি না নিয়ে এই সিদ্ধান্ত কী করে নেয় এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি)। তাঁর মতে, এই অবস্থা কোনও চাপে পড়েই হতে পারে।আগামী ২৪শে ডিসেম্বর ছিল বিশেষ সমাবর্তন অনুষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাতিল করা হয় সেই অনুষ্ঠান। সোমবার কোর্টের বৈঠক ডাকা হয়েছে। তাঁকে না জানিয়ে কী করে সিদ্ধান্ত নিয়েছে ইসি, তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। এই নিয়ে ৫ বার বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জগদীশ ধনকড়। শনিবার বিকালের সাংবাদিক সম্মেলনে এ রাজ্যে শিক্ষার ডিএনএ নষ্ট করে দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। সেটা নষ্ট হলে জাতির মেরুদণ্ড ভেঙে যাবে। সে কাজ যে তিনি করতে দেবেন না, তাও জানালেন রাজ্যপাল ৷ তিনি বললেন চুপ থাকতে পারতেন, তবে আচার্য হিসাবে চুপ থাকা যায় না, বরং চুপ থাকলে শিক্ষার মান নষ্ট হচ্ছে তাই তিনি জবাব চাইবেন। যদিও কি ভাবে তা স্পষ্ট করে জানাননি সংবাদ মাধ্যমকে। তাঁর অভিযোগ, উপাচার্য তাঁর সঙ্গে কথা বলতে পারেন। তিনি সবার সঙ্গে কথা বলতে প্রস্তুত। সবশেষে তার মন্তব্য রাজ্যপালের ক্ষমতাকে সংবিধান অনুযায়ী অস্বীকার করা যায় না।