#কলকাতা: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে ৷ যাদবপুরের ঘটনার পর এবার শারদ কার্নিভাল ৷ দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ কার্নিভাল দেখানোর নাম করে ডেকে ৪ ঘণ্টা বসিয়ে রেখে রাজ্যের বিরুদ্ধে অপমানের অভিযোগ রাজ্যপালের ৷শারদ কার্নিভাল নিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে জগদীপ ধনকড়ের তোপ, ‘রাজ্যে গণতন্ত্রের কালো অধ্যায় চলছে ৷ ১১ অক্টোবর রাজ্য সরকার তাঁকে কার্নিভালে আমন্ত্রণ করেও পদের যোগ্য সম্মান দেওয়া হয়নি ৷ আলাদা মঞ্চে বসিয়ে রেখে আমাকে অপমান করা হয়েছে ৷ ২০-২২ জনের পিছনে বসতে দেওয়া হয় ৷ দীর্ঘ ৪ ঘণ্টার মধ্যে বহুবার আসন বদলের অনুরোধ করেও লাভ হয়নি ৷ ৪ ঘণ্টা বসিয়ে রেখেও দেখতে দেওয়া হয়নি কার্নিভাল ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2019, Durga Puja Carnival, Governor Jagdeep Dhankar, Governor Vs Government, Puja 2019