কেন্দ্রীয় নীতির বিরোধিতায় সব রাজ্যে রাজভবন অভিযানের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার
- Published by:Teesta Barman
- Written by:Amit Sarkar
Last Updated:
১ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত সাংসদ ও বিধায়কদের কাছে যাবেন মোর্চা নেতারা। তুলে ধরবেন নিজেদে দাবি দাওয়া। এখানেই শেষ নয়, তাদের লক্ষ্য কৃষকদের বঞ্চনার কথা তুলে ধরা হোক সংসদ ও বিধানসভা কক্ষে।
#কলকাতা: কেন্দ্রীয় নীতির বিরোধিতা এবং কৃষকদের দাবি পূরণের দাবিতে দেশজুড়ে রাজভবন চলো কর্মসূচি। বাংলায় ২৬ নভেম্বর এই অভিযানের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।
মোর্চার তরফে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন। তাতেই ঘোষণা করা হয়েছে, শনিবার হতে চলেছে রাজভবন অভিযান। হাওড়া ও শিয়ালদহ থেকে মিছিল করে রানি রাসমণি রোডে জন সমাবেশেও করা হবে ওই দিন। এরপর সেখান থেকে তাদের প্রতিনিধি দল যাবেন রাজভবনে। সেখানে রাজ্যপাল হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত সিভি আনন্দ বোসের কাছে নিজেদের দাবি সনদ পেশ করা হবে বলেও জানানো হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে।
advertisement
তাদের এই অভিযান কেন? মোর্চা নেতা অভীক সাহা জানিয়েছেন, তাদের কয়েক দফা দাবি রয়েছে। সেই দাবি আদায়ের জন্যেই এই কর্মসূচি।
advertisement
কী কী দাবি তাদের? অভীক জানিয়েছেন, এমএসপি আইন প্রণয়ন, বিদ্যুৎ বিল ২০২০ বাতিল করা, শহিদ কৃষক পরিবার পিছু ক্ষতিপূরণ-সহ একাধিক দাবি রয়েছে মোর্চার। এছাড়াও মামলা প্রত্যাহার করার দাবিও জানানো হবে তাদেরও তরফে।
advertisement
আরও পড়ুন: 'আদালতে লড়তে লড়তে সব টাকা শেষ হয়ে যাচ্ছে...', নিয়োগ নিয়ে তুমুল উষ্মা প্রকাশ মমতার! রাখলেন বড় আবেদন
এ ছাড়াও মোর্চা নেতৃত্ব আরও কিছু দাবি নিয়ে যাচ্ছেন এই অভিযানে। সমস্ত ফসলের জন্য সব কৃষককে সি-২ প্লাস ৫০ শতাংশ হারে ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের বিষয়টি আইনি ভাবে নিশ্চিত করতে হবে, ঋণগ্রস্ত কৃষকদের দেনার বোঝা থেকে মুক্তি দিতে ঋণ মকুব প্রকল্প চালু করতে হবে।
advertisement
এই ধরনের একাধিক দাবি নিয়ে দেশের সমস্ত রাজ্যে ওই দিন রাজভবন চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, রাজ্যপালের মাধ্যমে তাদের দাবি রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া। এই লক্ষ্য নিয়েই ডেপুটেশন দেওয়া হবে বলে দাবি মোর্চার।
শুধু তা-ই নয়, ১ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সমস্ত সাংসদ ও বিধায়কদের কাছে যাবেন মোর্চা নেতারা। তুলে ধরবেন নিজেদে দাবি দাওয়া। এখানেই শেষ নয়, তাদের লক্ষ্য কৃষকদের বঞ্চনার কথা তুলে ধরা হোক সংসদ ও বিধানসভা কক্ষে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2022 6:04 PM IST