Governor CV Ananda Bose: রাজভবনে বসল রাজ্যপাল সিভি আনন্দ বোসের মূর্তি, নেটপাড়ায় শুরু বিতর্কের ঝড়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Governor CV Ananda Bose:পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ২৩ নভেম্বর দিন অর্থাৎ শনিবার ২ বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস ৷ সূত্রের খবর সেই উপলক্ষেই এবার রাজভবনে বসল তাঁর আবক্ষ মূর্তি। এদিন সকালে রাজভবনে মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন স্বয়ং রাজ্যপাল ৷
কলকাতা: রাজভবনে বসানো হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের মূর্তি৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ২৩ নভেম্বর দিন অর্থাৎ শনিবার ২ বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস ৷ সূত্রের খবর সেই উপলক্ষেই এবার রাজভবনে বসল তাঁর আবক্ষ মূর্তি। এদিন সকালে রাজভবনে মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন স্বয়ং রাজ্যপাল ৷
শনিবার সকাল ১০টা নাগাদ চারাগাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপরে চিত্র প্রদর্শনী এবং বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই মূর্তির অনুষ্ঠানিক উন্মোচন করা হয়। সূত্রের খবর, ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা সপ্তাহ খানেক ধরে এই মূর্তি বানিয়েছেন।
advertisement
advertisement
মূলত, ফাইবার দিয়ে তৈরি মূর্তিটি ঘিরে এদিন দেখার মতো উৎসাহ ছিল রাজভবনে। সূত্রের ক্ববর, রাজ্যপালকে সরাসরি না-দেখে শুধুমাত্র ছবি দেখে মূর্তিটি তৈরি করেন শিল্পী পার্থ সাহা।
📜 On November 23, 2024, Indian Museum embraced the spirit of #ApnaBharatJagtaBengal on the twenty-third day of our month-long celebration, to mark the commencement of Dr. C. V. Ananda Bose, the Hon’ble Governor of West Bengal’s third-year in office, as visionary leader of state. pic.twitter.com/qNg7eGhu6Q
— Indian Museum (@IndianMuseumKol) November 23, 2024
advertisement
এদিন, বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর তাঁর অভিজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল ৷ দু’বছরের অভিজ্ঞতাকে ‘অম্ল মধুর’ বলে ব্যাখ্যা করেন তিনি ৷ বলেন, “বাংলার মানুষ ঐতিহ্যে সমৃদ্ধ ৷ কিন্তু রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি খুব খারাপ ৷ রাজনীতিকদের জন্যই এই অবস্থা ৷ যদিও বাংলার মানুষ বিষয়টিকে বেশিদিন মেনে নেবে না ৷”
advertisement
এদিকে রাজ্যপালের মূর্তি উন্মোচন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেউ জীবিত থাকাকালীন কীভাবে তাঁর মূর্তি বসে। এনিয়ে এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন, এ তো পুরো জটায়ু!! “রাজভবনে ম্যাকমোহন।” বিষয়টি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে বিতর্ক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2024 3:38 PM IST