CV Ananda Bose: গেলেন না উত্তরবঙ্গে, ভোটের দিন রাজভবনে পিস রুমে বসেই নজরদারি রাজ্যপালের

Last Updated:

রাজ্যপাল এদিন নিজে পিস রুমে ছিলেন। তাঁর সামনেই বেশ কিছু অভিযোগ আসে এবং তিনি জানান, এই অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

কলকাতা: শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ কলকাতার রাজভবনের পক্ষ থেকে পিস রুম খোলা হয়েছে ৷ লোকসভা নির্বাচনের প্রক্রিয়ায় যদি কোনও অভিযোগ থাকে সাধারণ মানুষের, তাহলে তাঁরা ফোন করে সরাসরি সেই অভিযোগ জানাতে পারবেন রাজভবনে । এই পিস রুম ২৪ ঘণ্টা খোলা থাকছে।
রাজ্যপাল এদিন নিজে পিস রুমে ছিলেন। তাঁর সামনেই বেশ কিছু অভিযোগ আসে এবং তিনি জানান, এই অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। রাজভবনের পিস রুমে সকাল থেকে এখনও পর্যন্ত ১৮৭টি অভিযোগ এসেছে ই-মেলের মাধ্যমে। কোচবিহার থেকে ভুয়ো ভোটের অভিযোগও এসেছে রাজভবনে ৷
advertisement
advertisement
লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হতেই একের পর এক অশান্তির খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যেই রাজভবনে পিস রুম চালু করেছেন সিভি আনন্দ বোস। এই বিষয়ে আগে থেকেই বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, ভোটের দিন তিনি রাজভবনে থাকবেন ৷ সেখানে বসেই সারাদিন ভোটের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন। সেইমতো সকাল বেলা তিনি কালীঘাটে পুজো দিয়েই সোজা রাজভবনে পিস রুমে চলে আসেন।  রাজভবনে বসে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সংগ্রহ করতে থাকেন। আর এই বিষয়কে নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এই পুরো ঘটনাকে বিরোধীদের প্রচার মঞ্চ বলে কটাক্ষ করেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Ananda Bose: গেলেন না উত্তরবঙ্গে, ভোটের দিন রাজভবনে পিস রুমে বসেই নজরদারি রাজ্যপালের
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement