পর্যটনে আন্তর্জাতিক স্বীকৃতি বাংলার, প্রধানমন্ত্রীর কথা স্মরণ করিয়ে ট্যুইট রাজ্যপালের
- Published by:Sudip Paul
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রবিবার তার টুইটে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করার পাশাপাশি প্রধানমন্ত্রী ২০২০ সালে কি বার্তা রেখেছিলেন এ রাজ্যের পর্যটন শিল্পকে কেন্দ্র করে সেটাও উল্লেখ করেন রাজ্যপাল।
কলকাতা: পর্যটনে বড় স্বীকৃতি পাচ্ছে বাংলা। সেই স্বীকৃতি আনতে বার্লিনে যাচ্ছেন রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী। আর বাংলার এই স্বীকৃতিকে নিয়েই রবিবার রাজ্যের দরাজ প্রশংসা করে গুরুত্বপূর্ণ ট্যুইট করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রধানমন্ত্রীর কথাও উল্লেখ করে ট্যুইট করেন তিনি। ট্যুইট করে তিনি লিখেছেন "২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় বলেছিলেন ভারত হেরিটেজ ট্যুরিজমের হাব হবে। এই জাতীয় প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর হাত ধরে তা উন্মোচিত হয়েছে। বেস্ট ডেস্টিনেশন ফর কালচার বিভাগের পুরস্কার জেতা অত্যন্ত গর্বের। ২০২৩ সালে ৯ মার্চ ওয়ার্ল্ড ট্যুরিজম এন্ড এভিয়েশন লিডার্স সামিট হবে বার্লিনে। সেখানেই এই পর্যটন সম্মান দেওয়া হবে"।
অনেকের মতে পর্যটনের ক্ষেত্রে নিঃসন্দেহে রাজ্য বড় স্বীকৃতি পাচ্ছে। বাংলার দুর্গাপুজোকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই বাংলারই সাংস্কৃতিক পর্যটনকে বিরাট গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মঞ্চ। অন্যদিকে এর আগে রাজ্যপালের সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। পরবর্তীতে তিনি ফের পর্যটন দফতরে সচিব এর দায়িত্ব পান। তার আগে নন্দিনী চক্রবর্তীকে কেন্দ্র করে রাজ্য ও রাজভবনের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। পরে অবশ্য সেই জল বেশি দূর গড়ায়নি। আর এবার সেই নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের স্বীকৃতির পুরস্কার আনতে বার্লিনে পাঠানো হচ্ছে নবান্ন থেকে। যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল তাঁর ট্যুইটে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী বার্তার কথাও উল্লেখ করেছেন।
advertisement
advertisement
বিশেষভাবে প্রধানমন্ত্রীর পর্যটনের প্রসার, পর্যটনের সম্ভাবনা নিয়ে ঠিক কি বার্তা দিয়েছিলেন সেটাও তিনি জানিয়েছিলেন। সেক্ষেত্রে রাজ্যপালের পর্যটন নিয়ে এই ট্যুইটকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আগামী দিনের পর্যটন শিল্পে বিনিয়োগ আনতে এই স্বীকৃতিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যের কাছে। সাম্প্রতিক সময়ে রাজ্য পর্যটন শিল্পে বিনিয়োগ আরও বাড়াতে চাইছে। মনে করা হচ্ছে সেদিক থেকে এই স্বীকৃতি পর্যটনশিল্পে বিনিয়োগ আনার ক্ষেত্রে আরও বেশি অগ্রাধিকার দেবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 1:30 PM IST