C V Ananda Bose: শান্তি কমিটি গঠন, রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ! সংঘাত বাড়িয়ে জোড়া পদক্ষেপ রাজ্যপালের

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগ পেয়ে রাজ্যপালের তৎপরতা ভাল ভাবে নেয়নি রাজ্য সরকার এবং শাসক দল। আবার উপাচার্য নিয়োগ নিেয়ও রাজ ভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়৷
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়৷
কলকাতা: একসঙ্গে জোড়া পদক্ষেপ রাজ্যপালের। যা রাজ্যের সঙ্গে রাজ ভবনের সংঘাত আরও বাড়িয়ে দিল। একদিকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে শান্তি রক্ষা কমিটি গড়লেন রাজ্যপাল। একই সঙ্গে প্রাক্তন এই বিচারপতিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য হিসেবেও নিয়ো করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগ পেয়ে রাজ্যপালের তৎপরতা ভাল ভাবে নেয়নি রাজ্য সরকার এবং শাসক দল। আবার উপাচার্য নিয়োগ নিেয়ও রাজ ভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।
advertisement
advertisement
এ দিন রাজ্যপালের পিস কমিটি তৈরির পিছনে যে পঞ্চায়েত নির্বাচন পর্বের হিংসা বড় কারণ, তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যপালের এই উদ্যোগকেও রাজ্য সরকার বা শাসক দল যে ভাল ভাবে নেবে না, সেকথাও বলে রাখা যায়।
advertisement
রাজ্যপাল এ দিন সাংবাদিক বৈঠক করে এই পিস কমিটির কথা জানান। পরে ট্যুইটারে তিনি লেখেন, পিস কমিটির নেতৃত্বে থাকা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছেন।
রাজ্যপাল ট্যুইটারে আরও জানান, সমাজে হিংসার কী ধরনের ঘটনা ঘটছে, তার প্রভাব ছাত্র সমাজ এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের উপরে কতখানি পড়বে, তা খতিয়ে দেখবে এই কমিটি। যদিও রাজ্যপালের এই সিদ্ধান্তের পর শাসক দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
C V Ananda Bose: শান্তি কমিটি গঠন, রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ! সংঘাত বাড়িয়ে জোড়া পদক্ষেপ রাজ্যপালের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement