পুজোর আগেই ঘরে ফিরলেন মা, বাড়ির হদিশ দিল হ্যাম রেডিও

Last Updated:

তিনবছর পর ঘরে ফিরলেন রামো দেবি। বাড়ি বিহারের সাহারসা জেলায়।

#গোসাবা: তিনবছর পর ঘরে ফিরলেন রামো দেবি। বাড়ি বিহারের সাহারসা জেলায়। হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগণার গোসাবায়। স্বামী মারা যাওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ভুলে যান ঘরে ফেরার পথ। হ্যাম রেডিও সদস্যদের সহায়তায় হদিশ মিলল পরিবারের।
মনসাপুজোর মেলায় উদ্ধার অসুস্থ বৃদ্ধা। খোঁজ নিতে গিয়ে জানা যায়, অজানা ভাষায় কথা বলছেন তিনি। ডাক পরে হ্যাম রেডিও ক্লাবের মেম্বরদের। তারাই শুরু করেন খোঁজ। জানাযায় ছেত্রী ভাষায় কথা বলছেন বৃদ্ধা। বিহারের এক উপজাতি সম্প্রদায়ের ভাষা ছেত্রী। কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ মেলে মিথিলেশ চৌধরির। সম্পর্কে বৃদ্ধার দেওর। তিনিই খবর দেন দিল্লিতে রামো দেবির ছেলেকে।
advertisement
বিহারের সাহারসা থেকে দক্ষিণ ২৪ পরগণার গোসাবা ব্লকের প্রত্যন্ত কচুখালি এলাকা। স্বামীর মৃত্যু পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মনের ভুলে পেরিয়ে এসেছিলেন ৬৩৫/৪০ কিলোমিটার পথ। ছেলেই জানায় বছর তিনেক আগে ঘর থেকে বেরিয়ে হারিয়ে যান বৃদ্ধা।
advertisement
মনসা মেলা থেকে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করেন, শুভঙ্কর আর অপূর্ব মণ্ডল। দুই ভাই। তাদের তৎপরতাতেই গোসাবার প্রত্যন্ত গ্রাম কচুখালি ঘরে ফেরালো এক মাকে। মিলিয়ে দিল সন্তানের সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর আগেই ঘরে ফিরলেন মা, বাড়ির হদিশ দিল হ্যাম রেডিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement