Golf Green Incident: গল্ফগ্রিনে বৃদ্ধের রহস্যমৃত্যু! সিঁড়ির সামনেই উদ্ধার দেহ, জামাইকে আটক করল পুলিশ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
ঘটনাস্থলে পৌঁছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার আধিকারিকরা তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, তাঁকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে৷
কলকাতা: গল্ফগ্রিনে বৃদ্ধের রহস্যমৃত্যু৷ ৩০ কলাবাগান লেনের ওই বাসিন্দা কেন্দ্রীয় সংস্থার কর্মী ছিলে কাজ করতেন৷ এদিন তাঁর নিজেরই বাড়ির সিঁড়ির সামনে থেকেই তাঁর দেহ উদ্ধার হয়৷ নিহত বৃদ্ধের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে৷ এই ঘটনায় নিহত বৃদ্ধের জামাইকে গ্রেফতার করেছে পুলিশ৷
ঘটনাস্থলে পৌঁছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার আধিকারিকরা তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, তাঁকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে৷
৩০ কলাবাগান লেন গলফিন ৭২ বছরের বৃদ্ধের সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী এবং ছেলে। গতকাল জামাই এবং তার মেয়ে বাড়িতে আসে। আজ সকালবেলা সিঁড়ির নিচে উঠনের কাছে রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখা যায় বৃদ্ধকে। পুলিশ ঘটনাস্থলে আসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক অনুমান বৃদ্ধ কে খুন করা হয়েছে।
advertisement
advertisement
কী কারণে হত্যা করা হলো গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে তার জামাইকে পুলিশ আটক করেছে পাশাপাশি বাকি পরিবারের সদস্য কেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মাত্র ২০ দিন আগেই বৃদ্ধের মেয়ের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই জামাই নেশা করে শ্বশুরবাড়িতে আসতেন এবং অশান্তি করতেন। এরপরই এ দিন উদ্ধার হল বৃদ্ধের মৃতদেহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 13, 2025 2:04 PM IST

