Gold Stealing: অবশেষে পুলিশের জালে গৌতম, ৫,০০,০০,০০০ টাকার গয়না খুঁজে বের করাই এখন টার্গেট! মুচিপাড়ায় শোরগোল

Last Updated:

Gold Stealing: গত জুন মাসে সোনা ও মেকিং চার্জ দিয়ে গৌতমকে গয়না তৈরি করে দিতে বলেছিলেন স্বর্ণ ব্যবসায়ী। সোনা হাতে পেয়েই চম্পট দিয়েছিলেন গৌতম ও তাঁর ভাই উত্তম। তারপর?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: গয়না গড়তে গিয়ে প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী। প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২ কেজি ৩৬৪ গ্রাম সোনা ও ৯৫ লক্ষ টাকা মজুরি বা মেকিং চার্জ দিয়ে প্রতারণার শিকার স্বর্ণ ব‍্যবসায়ী। ঘটনার তদন্তে নেমে মুচিপাড়া থানার হাতে গ্রেফতার গৌতম গড়াই নামে সোনার গয়না গড়ার কারিগরকে শ‍্যামপুকুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ধৃতকে ব‍্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোনা উদ্ধার করতে হবে, তাই অভিযুক্তকে হেফাজতে নেওয়া দরকার। এই আবেদন করা হয় পুলিশের তরফে। গত জুন মাসে সোনা ও মেকিং চার্জ দিয়ে গৌতমকে গয়না তৈরি করে দিতে বলেছিলেন স্বর্ণ ব্যবসায়ী।
আরও পড়ুন: পূর্বজন্মের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা! বুঝবেন কী ভাবে? জ্যোতিষের এই ১০ লক্ষণই সব বলে দেবে
সোনা হাতে পেয়েই চম্পট দিয়েছিলেন গৌতম ও তাঁর ভাই উত্তম। এই ঘটনায় উত্তম আগে গ্রেফতার হন। বর্তমানে ব‍্যারাকপুর কমিশনারেট উত্তমকে একটি চুরির মামলায় শৌন অ‍্যারেস্ট করেছিল, বর্তমানে জেল হেফাজতে রয়েছে উত্তম।
advertisement
advertisement
আরও পড়ুন: ৭ লক্ষণ: বলে দিতে পারে শরীরে ক্যালশিয়ামের অভাব হচ্ছে কি না, বড় বিপদে পড়ার আগে জানুন
প্রসঙ্গত থানায় অভিযোগ দায়ের হওয়ার পর বিচার ভবনে আগাম জামিনের আবেদন করেছিলেন গৌতম গড়াই। গত বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এরপর শনিবার রাতে গ্রেফতারি।
অমিত সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gold Stealing: অবশেষে পুলিশের জালে গৌতম, ৫,০০,০০,০০০ টাকার গয়না খুঁজে বের করাই এখন টার্গেট! মুচিপাড়ায় শোরগোল
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement