Golden Mask Durga: করোনা সচেতনায় দুর্গার মুখে সোনার মাস্ক, কত পরিমাণ সোনায় তৈরি মাস্কটি?

Last Updated:

হাতে ত্রিশূল, চক্রর বদলে মাস্ক, স্যানিটাইজার, সিরিঞ্জ-সহ নানা চিকিৎসা সামগ্রী নিয়েই করোনাসুর বধ করবেন তিনি (Golden Mask Durga)।

#কলকাতা: দুর্গা পুজো আসতে বাকি আর মাত্র ক'দিন। চারিদিকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোভিড বিধি মেনে অনেক পুজো কমিটির মণ্ডপ সজ্জার কাজও শুরু গিয়েছে। প্রত্যেক পুজো মণ্ডপেই গতবারের মতো এবারও কোভিড সচেতনতার টুকরো ছবি ফুটে উঠবে বলে মনে করা হচ্ছে। সেই সূত্র ধরেই এবার করোনা সচেতনতায় হাজির খোদ দুর্গা ঠাকুর। মুখে তাঁর ২০ গ্রামের সোনার মাস্ক (Golden Mask Durga)।
মাস্ক এখন আমাদের নিত্যসঙ্গী। এটা ছাড়া এক পা'ও বাইরে বেরোনোর কথা ভাবাই যায় না। মাস্ক পরার জন্য নিত্যদিন মানুষজনকে সচেতন করছে পুলিশ থেকে প্রশাসন সকলে। এই তালিকায় এবার এলেন দুর্গা ঠাকুর। হাতে ত্রিশূল, চক্রর বদলে মাস্ক, স্যানিটাইজার, সিরিঞ্জ-সহ নানা চিকিৎসা সামগ্রী নিয়েই করোনাসুর বধ করবেন তিনি। মুখে তাঁরও থাকবে মাস্ক। মায়ের এই রূপের এবার দেখা মিলবে বাগুইআটির বন্ধু মহল ক্লাবের পুজো মণ্ডপে।
advertisement
গতকাল পুজো কমিটির তরফে তাদের থিম প্রকাশ করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে দুর্গা ঠাকুরের মুখে সোনার মাস্ক, হাতে থার্মাল গান, সিরিঞ্জ, স্যানিটাইজার-সহ চিকিৎসা সামগ্রী। কমিটির সদস্যরা জানিয়েছেন, মায়ের মুখে যে মাস্ক দেওয়া হয়েছে তা ২০ গ্রাম সোনা দিয়ে তৈরি। এই করোনা আবহে মানুষকে সচেতন করতে, মাস্ক পরা নিয়ে বার্তা দিতেই এবার এই থিম তাঁদের।
advertisement
advertisement
প্রত্যেকবারই দুর্গা পুজোয় মায়ের মূর্তি সোনার গয়না দিয়ে সাজায় অনেক পুজো কমিটি। কে কত সোনা দিয়ে সাজাচ্ছে, সে নিয়ে টক্করও হয় দেখার মতো। তবে, সোনার মাস্ক দিয়ে সাজানো বোধহয় এই প্রথম।
এবিষয়ে তৃণমূল বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi) প্রতিমা উদ্বোধনের পরে বলছেন, প্রত্যেকটি মেয়ে বাংলার সোনার মেয়ে। প্রত্যেক বাবা-মায়েরই ইচ্ছে থাকে মেয়েকে সোনায় মুড়ে রাখি। সেই ভাবনা থেকেই এই থিমের জন্ম। এখানে মাস্কে সোনার ব্যবহার ধাতু হিসেবে নয়, মানুষকে সচেতন করতেই তা ব্যবহার করা হয়েছে। যাতে এই প্যানডেমিকে মানুষ মাস্ক ব্যবহারে আরও সচেতন হয় এবং চিকিৎসকরা যা যা নিয়মাবলি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তা মেনে চলে!
advertisement
তিনি এবিষয়ে আরও একটি কথা উল্লেখ করেন, এই মাস্ককে একেবারেই দামী অ্যাকসেসরি ভাবার দরকার নেই।
করোনার জেরে গত বছর মণ্ডপে ভিড় করা এবং ভিতরে প্রবেশ নিষেধ করেছিল কলকাতা হাই কোর্ট। বহু পুজো মণ্ডপকে শেষ মুহূর্তে পাল্টাতে হয়েছে পরিকল্পনা। যার ফলে এখনও অনেকে এবারের প্রস্তুতি সে ভাবে শুরু করেনি। পুজোর পোস্টারও রাস্তায় তুলনামূলক কম। তবে, গতবার পুজো উপভোগ সে ভাবে করতে না পারায় এবার প্যান্ডেল হপিংয়ের জন্য কার্যত মুখিয়ে রয়েছে বাঙালি!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Golden Mask Durga: করোনা সচেতনায় দুর্গার মুখে সোনার মাস্ক, কত পরিমাণ সোনায় তৈরি মাস্কটি?
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement