Gobardanga Station:নিত্যযাত্রীদের জন্য বিরাট খবর! ঢেলে সাজানো হল গোবরডাঙা স্ট্রেশন! রেলযাত্রায় দুর্ভোগ শেষ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Gobardanga Station:ফেব্রুয়ারি ১৫ ও ১৬ তারিখে এই বিশাল প্রকল্পটি সম্পন্ন করা হয়, যা ট্রেন চলাচলের নিরাপত্তা ও কার্যকারিতা বহুলাংশে বৃদ্ধি করবে।
কলকাতা : শিয়ালদহ বিভাগের পরিকাঠামো উন্নয়নের পথে আরও একটি বড় সাফল্য অর্জিত হয়েছে। গোবরডাঙা স্টেশনে সফলভাবে লেআউট সংশোধন করে সেকশনাল স্পিড ৫০ কিমি/ঘণ্টা থেকে ১১০ কিমি/ঘণ্টা করা হয়েছে। ফেব্রুয়ারি ১৫ ও ১৬ তারিখে এই বিশাল প্রকল্পটি সম্পন্ন করা হয়, যা ট্রেন চলাচলের নিরাপত্তা ও কার্যকারিতা বহুলাংশে বৃদ্ধি করবে। পরিকল্পিত মেগা ব্লকের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়, যা রাত ১১:৩০ থেকে সকাল ৯:০০ পর্যন্ত কার্যকর ছিল। শিয়ালদহ বিভাগের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন (S&T) এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন (TRD) বিভাগ এই কর্মযজ্ঞে একসঙ্গে কাজ করেছে।
ডিআরএম শিয়ালদহ, শ্রী দীপক নিগমের নেতৃত্বে ৪০০-রও বেশি শ্রমিক, আধুনিক ট্র্যাক মেশিন, টাওয়ার ওয়াগন ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হয়।
গোবরডাঙা স্টেশনের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজসমূহ
advertisement
✔ ট্র্যাক রি-অ্যালাইনমেন্টের জন্য দুটি পয়েন্ট স্থানান্তরিত করা হয় এবং ৫০০ মিটার বাঁকা ট্র্যাক সোজা করা হয়, যা ট্রেনের গতি ও যাত্রার গুণগত মান উন্নত করবে।
advertisement
✔ নতুন ট্র্যাক অ্যালাইনমেন্টের জন্য ১০টি ওভারহেড ইকুইপমেন্ট (OHE) মাস্ট স্থানান্তরিত করা হয়।
✔ ০.৫ কিলোমিটার ওয়্যারিং রি-অ্যালাইনমেন্ট করা হয়, যার মধ্যে একটি ক্রসওভার অন্তর্ভুক্ত।
✔ সিগন্যালিং সিস্টেমের উন্নতির জন্য পয়েন্ট জংশন বক্স, ডিসি ট্র্যাক সার্কিট বন্ড এবং ৬টি গ্লু জয়েন্ট স্থানান্তর করা হয়।
✔ ট্রেন অপারেশন আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে ১১ মিটার ট্র্যাক স্থানান্তর করা হয়।
advertisement
গোবরডাঙা মেগা ব্লকের পাশাপাশি অন্যান্য রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ
✔ চাঁদপাড়া স্টেশনে প্ল্যাটফর্ম ২ লাইনের ডিপ স্ক্রিনিং করা হয়, যা ব্যালাস্ট অপসারণ করে ট্র্যাকের জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটায়।
✔ দত্তপুকুর – বিড়া সেকশনে BCM মেশিন ৩৩১ ব্যবহারের মাধ্যমে ট্র্যাকের গভীর স্ক্রিনিং করা হয়।
✔ চাঁদপাড়া – বনগাঁ সেকশনে আপ ও ডাউন লাইনের ট্যাম্পিং সম্পন্ন করা হয়।
advertisement
বিদ্যুৎ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজ
✔ ১০টি ক্যান্টিলিভারের পারিওডিক ওভারহল (POH) সম্পন্ন করা হয়।
✔ গোবরডাঙা থেকে চাঁদপাড়া পর্যন্ত ৮টি স্থানে ওভারহেড ইকুইপমেন্ট (OHE) এর বার্ষিক ওভারহল (AOH) করা হয়।
✔ গোবরডাঙা ও চাঁদপাড়ায় ২টি সম্পূর্ণ গ্যান্ট্রি রক্ষণাবেক্ষণ করা হয়।
আরও পড়ুন : এস্কেলেটর, লিফটের পাশাপাশি পাঁচতারা হোটেলের মতো লাউঞ্জ! বিমানবন্দরকেও টেক্কা দেবে বাংলার এক রেলস্টেশন
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার, শ্রী মিলিন্দ কে. দেউসকর, গোবরডাঙা মেগা ব্লকের সাফল্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে চিহ্নিত করেছেন।তিনি বলেন, “এই জটিল ও সমন্বিত কাজগুলির সুষ্ঠু সম্পন্নতা পূর্ব রেলওয়ের রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতির প্রতিফলন। এটি যাত্রীদের নিরাপদ, দ্রুত ও আরামদায়ক ট্রেন যাত্রা নিশ্চিত করবে।” শিয়ালদহ বিভাগের এই উন্নয়নমূলক প্রকল্প ট্রেন চলাচলকে আরও দ্রুত, নিরবচ্ছিন্ন ও নিরাপদ করবে। এই সাফল্যের ফলে যাত্রীদের ভ্রমণের সময় কমে আসবে এবং সামগ্রিক পরিষেবার মান উন্নত হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2025 9:35 AM IST