TMC: দেখা যাচ্ছে না কর্মসূচিতে, গরহাজির মিটিংয়েও, গোয়ার তৃণমূল নেতাকে ঘিরে জল্পনা

Last Updated:

লুইজিনহোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে সূত্রের খবর।

লুইজিনহো ফেলেইরোর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
লুইজিনহো ফেলেইরোর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
#কলকাতা: দলীয় সম্মেলনে দেখা গেল না তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফেলেইরোকে। লাগাতার দলীয় সম্মেলনে গরহাজির থাকছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব তাঁর এই আচরণে যথেষ্ট ক্ষুব্ধ। এমনকী গোয়াতেও দলীয় কর্মসূচীতে দেখা যায় না বলেই খবর। ফলে তৃণমূল কংগ্রেস সাংসদ লুইজিনহো ফেলেইরোর কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই।
তাঁকে কোনওভাবেই দলের কর্মসূচিতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এমনকী সামাজিক মাধ্যমেও তিনি নিশ্চুপ। লুইজিনহোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এর আগে তাঁকে গোয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গোয়া বিজেপি শাসিত রাজ্য। সেখানে এখন নানা ইস্যুতে আন্দোলন করে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক কর্মসূচি নিচ্ছে ঘাসফুল শিবির।
advertisement
কিন্তু ফেলেইরোকে সেসব কর্মসূচিতে পাওয়া যাচ্ছে না। লুইজিনহো ফেলেইরো গোয়ার নেতা। তিনি ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেস সম্মান দিয়েই তাঁকে স্বাগত জানায়। এমনকী বাংলা থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। তাঁর উপর ভর করেই গোয়া বিধানসভা নির্বাচনে পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেভাবে তাঁকে পাওয়া যায়নি বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।
advertisement
advertisement
গোয়া বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চাননি ফেলেইরো। তখন থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের। তিনি নিজে থেকে আর কোনও কর্মসূচিতে উদ্যোগ দেখাননি। গত ৭ সেপ্টেম্বর গোয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি ঘোষণা করা হয়। তাতে রাজ্যের দু’জনকে যুগ্ম–আহ্বায়ক করা হয়। বেশ কয়েকজন পদাধিকারীদের নাম পর্যন্ত ঘোষণা করা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ওই তালিকায় নাম নেই লুইজিনহো ফেলেইরোর।
advertisement
তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার বক্তব্য, ‘"গোয়ার নির্বাচনে দল ভাল ফল না করলেও, সেখানে সংগঠন আছে। একাধিক কর্মসূচী নেওয়া হচ্ছে। দল সকলের সঙ্গে আলোচনা করেই সেখানে কমিটি ঘোষণা করেছে। গোয়ার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। দল লুইজিজহো ফালেরিওকে যোগ্য সম্মান দিয়েছে। বাকিটা ওনারই বোঝা দরকার।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: দেখা যাচ্ছে না কর্মসূচিতে, গরহাজির মিটিংয়েও, গোয়ার তৃণমূল নেতাকে ঘিরে জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement