Dum Dum murder: দেড় বছর একসঙ্গে ঘর, দমদমে প্রেমিকার হাতেই নৃশংস পরিণতি যুবকের!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দমদমের মধুগড় এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সার্থক দাস (৩০)।
কলকাতা: দীর্ঘ দিনের সম্পর্ক৷ বিয়ের আগেই দু জনে একসঙ্গে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেনও৷ সেই সম্পর্কেরই শেষটা হল নৃশংসভাবে৷ দমদমে নিজের প্রেমিকার হাতেই খুন হলেন প্রেমিক৷ অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে নাগেরবাজার থানার পুলিশ৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দমদমের মধুগড় এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সার্থক দাস (৩০)। দীর্ঘ দেড় বছর ধরে দমদমের মধুগড় এলাকায় সার্থক দাস তাঁর বান্ধবী সংহতি পালের সঙ্গে থাকতেন।
advertisement
স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই ওই যুগলের মধ্যে কোনও কারণে বিবাদ চলছিল৷ অশান্তির কথা প্রতিবেশীদেরও কানে এসেছিল৷ মঙ্গলবার তা চরমে পৌঁছয়৷ শেষ পর্যন্ত বুধবার ভোর রাতে সংহতি ছুরি দিয়ে কুপিয়ে সার্থককে খুন করে অভিযোগ৷
advertisement
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সার্থক৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেরবাজার থানার পুলিশ৷ অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে৷ আগামিকাল তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে৷ যদিও কী কারণে এই খুন, তা স্পষ্ট নয়৷ যুবকের দেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 29, 2024 12:52 AM IST