হাসপাতাল থেকে মায়ের মৃত্যুর খবর পেতেই মানসিক অবসাদে আত্মঘাতী তরুণী
Last Updated:
বাবা মারা গিয়েছিল বছর চারেক আগে ৷ তারপর মাকে নিয়েই কোনওরকমে গুছিয়ে নিচ্ছিল সদ্য তরুণী হয়ে ওঠা মেয়েটা ৷ কিন্তু তার আগেই ছন্দপতন ৷
#কলকাতা: বাবা মারা গিয়েছিল বছর চারেক আগে ৷ তারপর মাকে নিয়েই কোনওরকমে গুছিয়ে নিচ্ছিল সদ্য তরুণী হয়ে ওঠা মেয়েটা ৷ কিন্তু তার আগেই ছন্দপতন ৷ গতকাল সন্ধ্যেবেলা মায়ের মৃত্যু মেনে নিতে পারেনি মেয়ে ৷ তিলজলা থানার চৌবাগা রোগে আত্মহত্যা করে উত্তরা চৌধুরি ৷ ঘটনাটিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ৷
১৯ বছরের উত্তরা হেরম্বচন্দ্র কলের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ৷ ২০১৪ সালে কিডনির সমস্যায় অসুস্থ হয়ে পড়েন উত্তরার বাবা ৷ সেই সময় কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে ব্যর্থ হয়েছিলেন উত্তরার মা ৷ এমনকী, কিডনি দানও করেছিলেন তিনি ৷ তবু, শেষরক্ষে হয়নি ৷ মৃত্যু হয় উত্তরার বাবার ৷ অন্যদিকে, কিডনি দেওয়ার পর থেকেই নানা শারিরীক সমস্যায় ভুগতে শুরু করেন উত্তরার মা ৷ গত বৃহস্পতিবার লিভারের সমস্যা নিয়ে হাসপাতাল ভর্তি হন তিনি ৷ এরপর আর চিকিৎসকদের বেশি সময় দেননি তিনি ৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার সন্ধ্যেবেলা মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ৷
advertisement
advertisement
শুক্রবার রাত ১০টা নাগাদ হাসপাতাল থেকে মৃত্যুর খবর পান উত্তরা ৷ এরপরই আর নিজেকে সামলাতে পারেননি উত্তরা ৷ একাকীত্বের ভয়ে মানসিক অবসাদে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2018 2:34 PM IST