ঘাটাল মাস্টারপ্ল্যান শেষ হবে কবে? জানিয়ে দিলেন মমতা! রাজ্যে প্লাবন পরিস্থিতির মধ্যে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর!
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
Mamata Banerjee On Flood Situation: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলমগ্ন বাংলার পরিস্থিতি মোকাবিলায় কড়া বার্তা দেন। DVC-র জল ছাড়ার বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ কবে শেষ হবে? স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী।
কলকাতা/নবান্ন: বর্ষা এখনও ফুরোয়নি, অথচ বাংলার একাধিক এলাকা ইতিমধ্যেই জলমগ্ন। ঘাটাল, খানাকুল, কেশপুর, জয়রামবাটি, কামারপুকুর, মেদিনীপুর শহর, ঝাড়গ্রামের কিছু অংশ সহ একাধিক ব্লক জলের তলায়। জল প্লাবনের মোকাবিলায় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে একাধিক কড়া বার্তা দিলেন এবং একগুচ্ছ নির্দেশ জারি করলেন। DVC-র জলে রাজ্যে প্লাবন পরিস্থিতি। কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মুখ্যমন্ত্রীর। বার বার DVC-র জলে ভাসছে জেলা। প্রধানমন্ত্রীকে জানিয়ে ফল হয়নি বলে দাবি। বন্যা মোকাবিলায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ মমতার।
মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ পুরোদমে চলছে এবং তিনি আশা করছেন, আগামী দু’বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ফলে ওই অঞ্চলের মানুষ ভবিষ্যতে জলবন্দি অবস্থার সম্মুখীন হবেন না। মমতার কথায়,”ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ চলছে। আমি আশা করছি, আগামী দু’বছরের মধ্যে এটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাহলেই ওই অঞ্চলের মানুষদের বারবার জলে ডুবে থাকার দুর্ভোগ কমবে।”
advertisement
advertisement

মুখ্যমন্ত্রী জানান, জল জমা রুখতে পুলিশকে এলাকা অনুযায়ী ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করতে বলা হচ্ছে। উত্তরবঙ্গেও কোথায় কতক্ষণে জল জমে তা নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
advertisement
CS (চিফ সেক্রেটারি)-কে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, বন্যা কবলিত প্রত্যেক জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারি বা সচিব আগামী সাতদিন পাঠানো হোক, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা চিন্তা করবেন না, জমি জলের তলায় গেলেও আপনারা বিমার টাকা পাবেন।’’ ধান উৎপাদনে বাংলার সাফল্য তুলে ধরেন এবং জানান, এর জন্য রাজ্য সরকার প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে। তিনি স্পষ্ট জানান, গ্রামীণ রাস্তা দিয়ে ভারী গাড়ি প্রবেশ যেন না হয়। স্থানীয় স্তরের স্বার্থে কেউ যদি রাস্তা ব্যবহার করে, তবে পঞ্চায়েত দফতরকে বিষয়টি কড়া হাতে দেখতে হবে।
advertisement
✅ DVC-র বিরুদ্ধে ক্ষোভ, জল ছাড়ার সময়ে নজরদারির অভাব
বক্তব্যে বারবার মুখ্যমন্ত্রী DVC (দামোদর ভ্যালি কর্পোরেশন)-এর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,
‘‘১৮ জুন থেকে আজ পর্যন্ত প্রায় ২৭ হাজার লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, কোনও আলোচনা ছাড়াই। জল ছেড়ে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, বাংলার মানুষ জলবন্দি হয়ে মরছে।’’
‘‘১৮ জুন থেকে আজ পর্যন্ত প্রায় ২৭ হাজার লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, কোনও আলোচনা ছাড়াই। জল ছেড়ে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, বাংলার মানুষ জলবন্দি হয়ে মরছে।’’
advertisement
✅ জল সমস্যার সমাধানে জনপ্রতিনিধিদের সমন্বয়ের বার্তা
তিনি বলেন, ‘‘২১ জুলাই পর্যন্ত মন্ত্রীরা কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, সেই সময়ের মধ্যেও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বয় করে কাজ করতে হবে। কে বেশি পেল, কে কম—এই মনোভাব রাখলে চলবে না। সবাই মিলে কাজ করতে হবে।’’
✅ ফরেস্ট ডিপার্টমেন্টকে গাছ লাগানোর বার্তা
advertisement
পাশাপাশি মুখ্যমন্ত্রী ফরেস্ট ডিপার্টমেন্টকে নির্দেশ দেন, এই সময়ে জল নেমে যাওয়ার পরে উপযুক্ত জায়গাগুলোতে ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হোক।
✅ কেন্দ্রকে কটাক্ষ
‘‘আসাম পেল, বাংলা পেল না। জল ঢেলে দিয়ে বাংলা যেন দায় মুক্ত! ভোটের সময় সব হয়, জনসেবার সময় কিছু নয়।’’ — কেন্দ্রের ভূমিকা নিয়ে এমনই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 15, 2025 6:13 PM IST










