‘‘ আমি এবং উথাপ্পা আউট হওয়াটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ’’: গম্ভীর

Last Updated:

প্রশ্ন উঠছে সুনীল নারিনকে প্রতি ম্যাচে ওপেন করতে পাঠানো নিয়েও ৷

#মোহালি: ইডেনে শনিবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ৷ লিগের ওটাই শেষ ম্যাচ নাইটদের ৷ শনিবারের ম্যাচের গুরুত্ব সেভাবে আর থাকত না, যদি  মঙ্গলবার কিংস ইলেভেন ম্যাচটা না হারতেন গম্ভীররা ৷ কিন্তু মোহালিতে ১৪ রানে হারার পরেই এখন শেষ ম্যাচ প্রায় মরণ-বাচনের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে নাইট রাইডার্সের জন্য ৷ মুম্বইকে ইডেনে হারাতে না পারলে তখন প্লে অফে ওঠার জন্য বাকি দলগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে কিং খানের দলকে৷ কারণ প্রায় প্রত্যেকেই এখন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে নাইটদের ৷ এখনও পর্যন্ত লিগ টেবলে দু’নম্বরে থাকলেও সেখান থেকে নামতে খুব বেশি সময় লাগবে না কেকেআর-এর যদি তাঁরা শনিবারের ম্যাচ হেরে যায় ৷
মোহালিতে মঙ্গলবার ১৪ রানে কিংস ইলেভেন পঞ্জাব দলের বিরুদ্ধে হারের পর তা কিছুটা হলেও মেনে নিচ্ছেন গৌতম গম্ভীর। কেকেআর অধিনায়ক বলছেন, ‘‘কিছুটা হলেও একটা চাপ থাকে। তবে আমরা আরও ভাল ক্রিকেট খেলার চেষ্টা অবশ্যই করব।আমাদের ইনিংস যে  এদিন খারাপ শুরু হয়েছিল তা বলা যাবে না। কিন্তু পরে আমি এবং উথাপ্পা আউট হওয়ার পর পঞ্জাব চাপ তৈরি করে।’’
advertisement
প্রশ্ন উঠছে সুনীল নারিনকে প্রতি ম্যাচে ওপেন করতে পাঠানো নিয়েও ৷ কারণ এর ফলে ব্যাটিং অর্ডারে নীচে নামতে হয়েছে গম্ভীর এবং উথাপ্পাকে ৷ এব্যাপারে নাইট অধিনায়ক বলেন, ‘‘সুনীল শুরুর দিকে খুব ভাল হিট করছে বলেই ওকে ওপেন করতে পাঠিয়েছিলাম। তবে পরের ম্যাচে ওপেনিং কম্বিনেশন পাল্টানোর ব্যাপারে ভাবনাচিন্তা করতে হবে।এটাও মেনে নিতে হবে, আমরা অনেক ডট বল খেলেছি। সেটাও হারের আর একটি অন্যতম বড় কারণ।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘ আমি এবং উথাপ্পা আউট হওয়াটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ’’: গম্ভীর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement