Gardenreach building collapse: মৃত বেড়ে ১০! গার্ডেনরিচ কাণ্ডের পর তৎপর পুরসভা, বেআইনি নির্মাণ রুখতে কড়া নির্দেশ

Last Updated:

সর্বশেষ উদ্ধার হওয়া দেহটি সম্ভবত ওই বহুতলেরই দ্বিতীয় প্রোমোটার শেরু নিজামের বলে পুলিশ সূত্রে খবর৷

গার্ডেনরিচে ভেঙে পরা বহুতল৷
গার্ডেনরিচে ভেঙে পরা বহুতল৷
কলকাতা: গার্ডেনরিচ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১০৷ এ দিন সন্ধ্যার পর আরও ধ্বংসস্তূপের নীচ থেকে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ যার ফলে মৃতের সংখ্যা বেড়ে হল দশ৷
সর্বশেষ উদ্ধার হওয়া দেহটি সম্ভবত ওই বহুতলেরই দ্বিতীয় প্রোমোটার শেরু নিজামের বলে পুলিশ সূত্রে খবর৷ তিনি এলাকায় শেরু চাচা বলেই পরিচিত৷ শেরু যে ওই বহুতলের ধ্বংসস্তূপের নীচেই চাপা পড়েছেন, তা আগেই পুলিশকে জানিয়েছিলেন ধৃত আর এক প্রোমোটার মহম্মদ ওয়াসিম৷
advertisement
advertisement
এখনও ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে৷ যদিও আলোর অভাবে রাতে উদ্ধারকাজ বন্ধ রেখেছে এনডিআরএফ৷ আগামিকাল সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হবে৷
এ দিকে গার্ডেন রিচ কাণ্ডের পর বেআইনি নির্মাণে তৎপরতা কলকাতা পুরসভার। আর অফিসে বসে নয়, কোথায় হচ্ছে বেআইনি নির্মাণ হচ্ছে এবার থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াদের রাস্তায় নেমে তা পরিদর্শন করে দেখে প্রতিদিন রিপোর্ট দিতে হবে৷ কড়া নির্দেশ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিরেক্টর জেনারেলের। মেয়রের সঙ্গে বৈঠকের পর আগামিকালই জারি হতে চলেছে বিজ্ঞপ্তি।
advertisement
সহ প্রতিবেদন- বিশ্বজিৎ সাহা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gardenreach building collapse: মৃত বেড়ে ১০! গার্ডেনরিচ কাণ্ডের পর তৎপর পুরসভা, বেআইনি নির্মাণ রুখতে কড়া নির্দেশ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement